Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনে ভিড়, রূপনারায়নের তীরে

নিম্নচাপ ও ভারি বর্ষণ, তার ওপর কোটালের জের, রূপনারায়নের জল বেড়ে ইতিমধ্যেই তমলুক পুরসভার কয়েকটি এলাকা প্লাবিত করেছে। আর তা দেখার জন্য তমলুকের রূপনারায়নের পাড়ে সকাল থেকে উৎসাহী মানুষজনের ভিড়। লকডাউনের দিন বিধিনিষেধের তোয়াক্কা না কর…

 

নিম্নচাপ ও ভারি বর্ষণ, তার ওপর কোটালের জের, রূপনারায়নের জল বেড়ে ইতিমধ্যেই তমলুক পুরসভার কয়েকটি এলাকা প্লাবিত করেছে। আর তা দেখার জন্য তমলুকের রূপনারায়নের পাড়ে সকাল থেকে উৎসাহী মানুষজনের ভিড়। লকডাউনের দিন বিধিনিষেধের তোয়াক্কা না করেই ভিড় জমিয়েছেন মানুষজন। জলস্তর কিভাবে বাড়ছে, তা দেখার জন্যই ভিড় বাড়িয়েছেন, মত উৎসাহী দর্শকদের। পরবর্তী সময়ে পুলিশ এসে ভীড় সরিয়ে দেয়। তা সত্ত্বেও বেশকিছু উৎসাহী মানুষজন বারেবারে জলস্তর দেখতে ভিড় জমাচ্ছেন।

নদী সংলগ্ন খেলার মাঠ