Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে পদযাত্রা

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তমলুকে পদযাত্রা
  জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে ১৯-২৬ আগষ্ট প্রতিবাদ সপ্তাহ চলছে। আজ ছিল সর্বসাধারণের প্রতিবাদ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ …

 

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তমলুকে পদযাত্রা


  জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে ১৯-২৬ আগষ্ট প্রতিবাদ সপ্তাহ চলছে। আজ ছিল সর্বসাধারণের প্রতিবাদ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ  হলদিয়া,কাঁথি,মহিষাদল,এগরা প্রভৃতি ২২ জায়গায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।  কমিটির অভিযোগ শিক্ষানীতিতে ১ম ও ২য় শ্রেণীকে পরিকাঠামোহীন আই সি ডি এস-এ যুক্ত করা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণিকে যুক্ত করে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে,চার বছরে ৪০ টি বিষয়ে সেমিস্টার দিতে হবে।চার বছরের ডিগ্রী কোর্স নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকে ইংরেজীর গুরুত্ব কমিয়ে হিন্দী চাপিয়ে দেওয়া হচ্ছে।শিক্ষার বেসরকারীকরণ করার তোড়জোড় চলছে। এই শিক্ষানীতিতে সিলেবাসে পুরানো অবৈজ্ঞানিক চিন্তা ধারা ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষানীতিতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি ঘটছে না। এর প্রতিবাদেই অল ইন্ডিয়া ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি  সপ্তাহ ব্যাপী প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। গত ১৮ই আগস্ট থেকে প্রতিবাদ চলছে। আজ  জেলার সর্বত্র কোথাও বিক্ষোভ মিছিল কোথাও এলাকায় এলাকায় নিজেও ফেসবুক হোয়াটসঅ্যাপে  অনলাইন প্রতিবাদ জানায়। তমলুকের রাজাবাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দেন শিক্ষক নেতৃত্বরা।  এই  জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে প্রত্যাহার করার দাবী তোলা হয় এই মিছিলে।।