আমার আমি (২৪/০৮/২০)
______//সজীম শাইন
রোজকার মতো দ্বিচক্রযানে অফিসে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি,শপিং ব্যাগ, রেইনকোট, কিছু বইপত্র,হাতে গুটানো ঝোলা।
হেলমেট মাথায়, রঙ্গিন পাঞ্জাবি গায়কালোবর্ণ সুঠামদেহী আমার আমি।
পয়তাল্লিশ পেরিয়েছি অনেক…
আমার আমি (২৪/০৮/২০)
______//সজীম শাইন
রোজকার মতো দ্বিচক্রযানে অফিসে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি,
শপিং ব্যাগ, রেইনকোট, কিছু বইপত্র,
হাতে গুটানো ঝোলা।
হেলমেট মাথায়, রঙ্গিন পাঞ্জাবি গায়
কালোবর্ণ সুঠামদেহী আমার আমি।
পয়তাল্লিশ পেরিয়েছি অনেক আগেই,
মন ও শরীর আত্মমুখী কাব্যময়
ছন্দের রিংটোন বাজে বাদ্যময়।
মন দেয়া-নেয়া ভালোবাসি, না জানার ভানে,
সংসারের চিন্তায় বিভোর সবাই জানে।
বয়সকে বুড়ো আঙ্গুলে ব্যস্ততা দেখিয়ে
অকারণে সবাইকে চমকে দিতে গিয়ে,
পাহাড় খুঁজি রাস্তায়।
আমি ঠকেছি যৌবনে, তবুও সহধর্মিনী পেয়েছি সঠিক সস্তায়।
সংসারে মশগুল প্রতিটি প্রহর,
দুই সন্তানের জননী অনীহাহীন বেশ আছে হ্যান্ডসাম জীবনে।
বিপরীতে দু'জনই আমার আমি, সংসারী।
বহুদূর পেরিয়ে বাইক এসে থেমে যায়, আমার অফিস যেখানে।