Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি অরিন্দম প্রধানের কবিতাগুচ্ছ

অরিন্দম প্রধান১.শিকার


তোমার রক্তের ফোঁটা গুনে এসেছে সে বনে
যেখানে বাঘ নখ চিরে আলো আনে।

গাছের মাথায় পাখিরা উড়ে যায়-- এসে বসে
গরম খুলিতে, বাচ্চা ফুটিয়ে ঢলে পড়ে
মাছিদের ভিড়ে।

গুনগুন প্রসব ঘিরে
এখনো পিঁঁপড়েরা গুহার ভিতর প্রবেশ করে।

২.
নিষাদ

প্…

 

অরিন্দম প্রধান

১.

শিকার


তোমার রক্তের ফোঁটা গুনে এসেছে সে বনে
যেখানে বাঘ নখ চিরে আলো আনে।

গাছের মাথায় পাখিরা উড়ে যায়-- এসে বসে
গরম খুলিতে, বাচ্চা ফুটিয়ে ঢলে পড়ে
মাছিদের ভিড়ে।

গুনগুন প্রসব ঘিরে
এখনো পিঁঁপড়েরা গুহার ভিতর প্রবেশ করে।

২.
নিষাদ

প্রাচীর দেওয়া বাগানে একটা কদম গাছ,
আকাশমণি ও কলমীলতা

কী ভুল ছিল মালীর?

দরকার ছিল একটা কাকতাড়ুয়ার
পরিযায়ী ব্রাম্ভণের হাত থেকে বাঁচাতে
ধর্ম ও অধর্মকে ...


৩.
প্রতীকী

আমার অপত্যটি এই বয়সে খুব ত্যাঁদড় হয়েছে
বলে কিনা তোমার ব্লাড ভলেন্টিয়ারি --
যা আমার শরীরে বইছে !
আমি রক্ত বিলি করে বেড়াব
তাতে বংশানুক্রমিকভাবে সংসার বেড়ে উঠবে

আমাদের আলতা-সিঁদুরের অভাব আর থাকবে না।



৪.
অংশুমানরা আবারো লিখবে

একশ-একটা নীলপদ্মের প্রয়োজন ছিল
পুরোহিত একজন, দেবীও একজন
কিন্তু দেবীর চেড়ির সংখ্যা অনেক
অংশু সবাইকে ফুল দিতে চায়
শরীরের মঙ্গল হবে ভেবে

যে জলাশয়ে সেই ফুল ফুটে
সেখানে বাস করে নাগচম্পা

ঘুমের মধ্যে থাকলে জল চলাচল করে না
ফুলের রঙে মোহিত হয়ে সে ঝাঁপিয়ে পড়ে

ঘুম ভেঙ্গে যায় জলের

অংশুমানরা কী আর লিখতে আসবে
নীলপদ্মের গায়ে ?