বিভাগ : কবিতা শীর্ষক : আগামীর পথ চলা কলমে : শঙ্কর
আবার কি হবে শুরু আগামীর পথ চলাসব রং মিলে মিশে আবার কি শুরু হবে জীবনের কথা বলা নীল সাদা মুছাবেকি কালোদের ক্রন্দন আরো দৃঢ় হবে কি আগামীর বন্ধন প্রশ্নের সিঁড়ি বেয়ে আসে রোজ ভাবনা …
বিভাগ : কবিতা
শীর্ষক : আগামীর পথ চলা
কলমে : শঙ্কর
আবার কি হবে শুরু আগামীর পথ চলা
সব রং মিলে মিশে আবার কি শুরু হবে
জীবনের কথা বলা
নীল সাদা মুছাবেকি কালোদের ক্রন্দন
আরো দৃঢ় হবে কি আগামীর বন্ধন
প্রশ্নের সিঁড়ি বেয়ে আসে রোজ ভাবনা
জীবনের কথা বলা স্বপ্নেরা আসবে না ?
অক্ষরে অক্ষরে সেজে ওঠো আগামী
কল্পিত কল্পনা গায়ে দিয়ে প্রনামি
দ্বিধা আর দ্বন্দ্বের দ্বৈরথ থামলে
আগামীর পথ চলা শুরু রোষ কমলে
যা দেবে আজ সে তো আগামীর প্রাপ্য
সব রং মিলে মিশে এক রঙ্গা গপ্পো
আজ নয় বেদুইন আগামী ও পাবে পথ
দ্বিধা আর দ্বন্দ্বের শেষ হবে দ্বৈরথ
18 : 08 : 2020