Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদা শ্রীধর মিলন মন্দিরে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক     সাহিত্য অকাদেমি কলকাতা ও মেছেদা সাহিত্য আকাদেমি"র যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাগারে "গ্রামালোক" অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অন…


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক     

সাহিত্য অকাদেমি কলকাতা ও মেছেদা সাহিত্য আকাদেমি"র যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাগারে "গ্রামালোক" অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে পৌরহিত করেন অনিল সামন্ত, স্বাগত ভাষণ দেন সম্পাদক আব্দুল মান্নান। যে বিশিষ্ট ছয় জন অনুষ্ঠানে অংশ নেয় তাঁরা হলেন অঙ্কন মাইতি, শুভ্রাশ্রী মাইতি, ভাস্করব্রত পতি, বিশ্বজিৎ মাইতি, অমৃতা খেটো, ও স্বপন বাগ।প্রত্যেকেই স্বরচিত কবিতা পাঠ ও বর্তমানে কবিতার গতিপথ প্রভৃতি নিয়ে আলোচনা করেন ,দ্বিতীয় পর্বে মেছেদা সাহিত্য আকাদেমি"র মুখপত্র রবিস্বরের রবীন্দ্র নজরুল সংখ্যার আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন ডাক্তার রমেশচন্দ্র বেরা, আব্দুল মোক্তার, অক্ষয় মিশ্র, রতন দাস, পুষ্প সাঁতরা, বিধান ঘোড়াই,ঊমা সিনহা,কার্তিক সামন্ত সহ প্রায় জনা পঞ্চাশেক কবি ও সাহিত্যিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক।