Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা লেখনি সম্মাননা

'ঝরা পাতা'(৬.৮.২০)*******************   সুপর্না দত্ত বনিক
ঝরা পাতা,জীবন খাতাআছে সবটা লেখা,সময় হলেই লুটিয়ে পরানরম ভূমির দেখা ।সাঙ্গ যখন পুতুল খেলারান্নাবাটির আড়ি ভাবের ঘরে চাবি দিয়েহঠাৎ দেওয়া পাড়ি ।কারো নাটক অল্প সময়…

 

'ঝরা পাতা'(৬.৮.২০)*******************   সুপর্না দত্ত বনিক
ঝরা পাতা,জীবন খাতাআছে সবটা লেখা,সময় হলেই লুটিয়ে পরানরম ভূমির দেখা ।সাঙ্গ যখন পুতুল খেলারান্নাবাটির আড়ি ভাবের ঘরে চাবি দিয়েহঠাৎ দেওয়া পাড়ি ।কারো নাটক অল্প সময় কারো দীর্ঘ ভারীকারো হয়তো ,শুরুতে শেষঅদেখা জীবন গাড়ি ।সবুজ যখন মন কিম্বা মানব প্রেমের গাঁথাদিশেহারা বিচার বুদ্ধিদমকা হাওয়ায় ,চিকন পাতা।শিরায় বয়,গরম রক্তহারায় অমূল্য ধনকালের গতি বাড়লে কাঁদেহুতাশ করে মন।সময় ছিল, অঢেল যখন প্রিয়কে ডাকে না পাশেযাবার সময় তাকেই খোঁজেযারে ঠেলেছিল ঘৃনা বশে ।মূল্য দিয়ে বাসতে ভালো কে ,না বলো পারে,ঝরে যখন যেতেই হবেবাসবো ভালো সবারে ।