বিশ্ব আদিবাসী দিবসে এক অভিনব সৃষ্টি। অতুলনীয় প্রতিভার স্বাক্ষর পেশায়, শিক্ষক কিন্তু নেশা, মননে শিল্পী নরসিংহ দাস।বিশ্ব আদিবাসী দিবসে এক অভিনব সৃষ্টি। অতুলনীয় প্রতিভার স্বাক্ষর পেশায়় শিক্ষক কিন্তু নেশা, মননে শিল্পী নরসি…
শিক্ষক কিন্তু নেশা, মননে শিল্পী নরসিংহ দাস।
বিশ্ব আদিবাসী দিবসে এক অভিনব সৃষ্টি। অতুলনীয় প্রতিভার স্বাক্ষর পেশায়় শিক্ষক কিন্তু নেশা, মননে শিল্পী নরসিংহ দাসেের। সবসময়ই তার সৃষ্টি এক অভিনবত্বে্র নমুনা রেখে যা তিনি বিভিন্ন সময় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনি দিয়ে অত্যাশ্চর্য্য শিল্প সৃষ্টি করেছেন। আজকের নমুনা তার এক উদাহরণ। এর আগে ও তিনি কালোজিরা মুসুর ডাল সরষে লঙ্কা কলমি শাক দিও বিভিন্ন মনীষীর প্রতিকৃৎ সৃষ্টি করে তার শিল্পকলাকে সমৃদ্ধ করেছেন।