Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

নীলাভ ঘুমন্ত মুখ কাজল ঘোষ6/8/2020>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>কখনো দেখেছ  নীলাভ ঘুমন্ত মুখফুটে আছে অপরাজিতা হয়ে কঠিন পা…

কাজল ঘোষ

6/8/2020

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

কখনো দেখেছ  নীলাভ ঘুমন্ত মুখ

ফুটে আছে অপরাজিতা হয়ে কঠিন পাথরে

আমার তো ঘুম আসেনা অনেক কিছু দেখি

অস্থির চিত্তে চাঁদের সঙ্গে যাই অভিসারে


বার্ধক্য হামাগুড়ি নিয়ে নেমে আসছে অগোচরে

আঁচড় কাটছে একাকিত্বে সঙ্গীহীন স্নায়ু এখন

দু কামরার দেওয়াল কড়িকাঠের ছাদ ডাকে

বলে—তোর টবের ফুলগুলোর পাপড়িতে

ভাসছে তোর সন্তানদের গন্ধ—

ঘুমিয়ে পড়

চোখ খুললেই দেখবি অতীত দাঁড়িয়ে

আমার তো ঘুম আসেনা —

অতীত দেখবো কি করে


আমার নাকি ঘুমের দরকার নাহলে  প্রেসার

বেড়ে যাবে

 অশান্তি অস্থিরতা বৃদ্ধি  পাবে

নানান অশুভ চিন্তা মাথায়  ঘুর ঘুর

ঘুমের বড়ির সংখ্যা কি বাড়ছে

অবসাদ এসে ক্রমশঃ আলিঙ্গনে জড়াবে 

আমার যে ঘুম আসেনা—


আনতে হবে—

যোগ ধ্যানের আশ্রয় নিতে হবে

ওঙ্কার ধ্বনি যেন শুনতে পাই ঈশ্বর

আমার অলিন্দে এসে থমকে যায় ঘুম

লং - প্লেয়িং রেকর্ডে বাজতে বাজতে

থেমে যায় এস্রাজ

আমার ঘুম আসেনা


তরুণ প্রজন্ম ও মেতেছে বানভাসি খেলায় মেতেছে

যাবতীয় নতুন আধুনিক উপচারে ভরছে পৃথিবী

মজেছে তাতে যুবক যুবতী

ভালবাসছে একাকীত্বকে

অবসাদ দাঁড়িয়ে তাদের অলিন্দে

জড়িয়ে ধরছে তাদের আলিঙ্গনে

সাবধান—


মৃত্যু মিছিল আসছে এগিয়ে

প্রতীক্ষা একটু সোনালি  ক্ষণের

আমার জীবনের মেঘলা দিনে

সময় চলেছে বয়ে 

আমি কি ভুলের পাহাড় গড়েছি

আমার কেন ঘুম আসেনা


বাতাসিয়া দু চোখে শুধুই আগুন

পাহাড়ি আলোয় চিলেকোঠায় ভরেছে রোদ্দুর

পাহাড় তোর কাছে একটু শুই

তুই চিরকাল ঘুমিয়ে

আমার ঘুম আসেনা

আমাকে ,  এই তরুণ প্রজন্মকে

অবসাদের মৃত্যু মিছিলে মিশে যাবার আগে

                                তোর কোলে একটু ঘুমোতে দিবি ,,,,,,,,,


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

কাজল 

কবি ঘর

সল্ট লেক