Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রেম ও কাব্য 
মৃত্যুঞ্জয় সরকার 06/08/20-----------------কতো আলোকবর্ষ পথ হেঁটে প্রেমের জ্যামিতিক হিসাব করছি আজ.. তুমি কি হৃদয়ের মর্মর ধ্বনি শুনতে পাও? 
শুকনো ঘাসে যন্ত্রনায় ছটপট করে গুঁড়ো গুঁড়ো হয়, ইচ্ছে পৌর্ণমাসী বুকও তো বাঁওড়, বা…

 


প্রেম ও কাব্য 


মৃত্যুঞ্জয় সরকার 

06/08/20

-----------------

কতো আলোকবর্ষ পথ হেঁটে 

প্রেমের জ্যামিতিক হিসাব 

করছি আজ.. 

তুমি কি হৃদয়ের মর্মর ধ্বনি শুনতে পাও? 


শুকনো ঘাসে যন্ত্রনায় ছটপট করে 

গুঁড়ো গুঁড়ো হয়, ইচ্ছে পৌর্ণমাসী 

বুকও তো বাঁওড়, 

বাঁকাচোরা উচ্ছ্বাস। 


সাঁঝবাতি জ্বেলে ভ্রূণ দিলে 

দিলে না অধিকার। 


চেয়েছি তো সামান্য ভাতকাপড় 

তোমার বিশ্বাস, একটু ভালোবাসা 

তাও হলে দেশান্তরী 

মগ্নচৈতন্য আমি, 

প্রেমের ভুখামিছিল.. 

ঝাঁকে ঝাঁকে উড়ে এলো ভিমরুল 

আমার মউলের মৌউ 

নতূন ঠিকানা দিলো পতিতালয়। 


বাঁঝা বুকে খুঁজি অন্য গলিপথ 

বিস্ত্রস্ত মন নদীপথ. .. 

পোশাকী নামের নবজন্ম হয় 

 বৈশাখী ঝড় নবপত্রিকা আঁকে। 


কেউ নাকি রোদ্দুর হয়নি, আমলকান্তিও না 

আমি হত্যা করিনি ভ্রূণ, 

শিখাইনি হতে "ওকে"ভীরু নদী 

বুনিনি কোনো অনুভূতির বীজ,  

শীত, গ্রীষ্ম, বর্ষা, মেঘ,বৃষ্টি,ঝড়

 সাইক্লোন এসেছে বারবার, 

ভেঙে পড়িনি, দিয়েছি তেজ 

প্রাণময় জীবন। 


আগামী বসন্তে দেখ 

নতূন প্রভাতী প্রথম রোদ্দুর। 

--------------------------------+-

কপিরাইট @মৃত্যুঞ্জয় সরকার 

------------------------------------