Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনি-সম্মাননা

মাইলফলক -----------------সুকান্ত দাস 
কিউমুলোনিম্বাস মেঘে ছুটে আসে ঈশ্বরের পরাক্রান্ত ভিক্ষার বাটি প্রপিতামহ বটের মতো অর্কিড ঝুলে অলীক কার্পেটের ভেতর দীর্ঘ সমুদ্রযাত্রা স্ফীত শাখাপ্রশাখা 
আমি সন্তপর্নে হাতে তার স্যানিটাইজার মেখে নি…

 


মাইলফলক 

-----------------

সুকান্ত দাস 


কিউমুলোনিম্বাস মেঘে ছুটে আসে ঈশ্বরের পরাক্রান্ত ভিক্ষার বাটি 

প্রপিতামহ বটের মতো অর্কিড ঝুলে 

অলীক কার্পেটের ভেতর দীর্ঘ সমুদ্রযাত্রা 

স্ফীত শাখাপ্রশাখা 


আমি সন্তপর্নে হাতে তার স্যানিটাইজার মেখে নিয়েছি 

মানুষের শরীরে খিলান কার্পেট আর উনুনের স্তন 

চাঁদের রক্তে লবনাক্ত স্বাদ 

বিপদজনক মাইলফলক 


প্রতিপদে পা রেখে রিপিটেশন জনিত কথাবার্তা 

হেমলকের শহর 

টানটান দেবদারু লিনোকাট,  ঈশ্বরের লাশ 


যোনি ফুঁড়ে বেরিয়ে আসছে লড়াইয়ের চিৎকার 

অবলুপ্তির অন্ধকার বিভীষিকা ধুপকাঠির গন্ধ 

রাতের নৈশঃব্দ প্রেমিকার ইচ্ছার মতো লকলকে হয়ে আছে। 

----------------------------------------

25/8/2020(০৮ভাদ্র ১৪২৭)