Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনি-সম্মাননা

#ইতিহাস২৮/০৮/২০২০
তুমি পাশে থাকলে চন্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়,তুমি সাথে থাকলে দস‍্যু রত্নাকর বাল্মীকি হয়ে যায়,তুমি হাত ধরলে গান্ধারী দুর্যোধনের দিকে ছুঁড়ে দেয় শ্লেষ,তুমি তাকিয়ে দেখলেই সীতার অগ্নিপরীক্ষায় রামরাজত্বের শেষ।
ইতিহাস নবজ…



#ইতিহাস

২৮/০৮/২০২০


তুমি পাশে থাকলে চন্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়,

তুমি সাথে থাকলে দস‍্যু রত্নাকর বাল্মীকি হয়ে যায়,

তুমি হাত ধরলে গান্ধারী দুর্যোধনের দিকে ছুঁড়ে দেয় শ্লেষ,

তুমি তাকিয়ে দেখলেই সীতার অগ্নিপরীক্ষায় রামরাজত্বের শেষ।


ইতিহাস নবজাগরনের কথা বলে যুগান্তর ঘটলে,

মানুষের লাশ গুনে বলে দেয় মহামারীর প্রকার,

ভাতের ফ‍্যানে পেট ভরে বুকের পাঁজর বের করা শিশুর,

ঈশ্বরের কাছে শেষ আবেদন তখনও ক্রুশবিদ্ধ যীশুর।


তুমিই তো ইতিহাস, তোমাকে মহাকাব‍্যের কলমেই লেখা,

সত‍্যি আর মিথ‍্যের মাঝে লাল কালি দিয়ে দাগ দেওয়া পাতা,

পৃথিবীর জন্মের কথা বলা আছে যাতে তাকে বুঝি বলে আদিমতা,

শতাব্দী পেরোলে তাই তো নেমে আসে তোমার পাতায় কেবলই অরাজকতা।।


#স্বপ্না #সোনালী #দাশগুপ্ত