Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনি-সম্মাননা

উত্তর দিস্মৈত্রেয়ী সিংহরায়
অবিশ্রান্ত বৃষ্টি,হাইরোড ধরে ছুটে চলেছে গাড়ি,বাইরের সবকিছু আবছা....শুধু পথের দুপাশের গাছগুলো বৃষ্টির তা থৈ থৈ নৃত্যের সঙ্গে একমনে সঙ্গত করে চলেছে....তার যেমন তাল,তেমন ছন্দ,তেমন লয়...ল‍্যাম্পপোস্টের হলুদ …

 


উত্তর দিস্

মৈত্রেয়ী সিংহরায়


অবিশ্রান্ত বৃষ্টি,

হাইরোড ধরে ছুটে চলেছে গাড়ি,

বাইরের সবকিছু আবছা....

শুধু পথের দুপাশের গাছগুলো 

বৃষ্টির তা থৈ থৈ নৃত্যের সঙ্গে 

একমনে সঙ্গত করে চলেছে....

তার যেমন তাল,তেমন ছন্দ,

তেমন লয়...

ল‍্যাম্পপোস্টের হলুদ আলো 

জলের তোড়ে ভেসে যাচ্ছে....

নাছোড় জলকণা কাঁচের জানলায়

আছড়ে পড়ছে.....

একমনে ডেকে চলেছি তোকে,

কখন যে গা ঘেঁষে দাঁড়িয়েছি

আঁচলের খুঁটটা নিজের আঙ্গুলের

সঙ্গে জড়িয়ে .....

তোর মুখে রা নেই,

দূরত্তেরি! কাকে কি বলছি,

ম্লান হয়ে আসে ঠোঁটের কোণের

এক চিলতে হাসি.....

হঠাৎ-ই বিদ্যুৎ এর আলোয় দেখলাম

রাস্তার একপাশে নোনা ধরা 

সাত পুরনো এক ঘরের কোণে

জিভ বার করে দাঁড়িয়ে আছিস,

মুখে রাগ না অভিমান 

ঠিক বুঝতে পারলাম না,

কোনো একদিন‌ও নির্জলা

উপোস করে নৈবেদ‍্যর থালা হাতে

তোর সামনে দাঁড়াতে পারিনি....

চলন্ত গাড়ির সামনের সিটে বসে

অন্তরের অচিনপুরে ঢুঁ মেরে দেখি

বেসামাল হয়ে যাচ্ছে সব....

'পারলে একটা বট গাছ হোস,

পথিক এসে ছায়া পাবে, 

শান্তি পাবে...........'

আজ মেঘের ভেলায় একটা

চিঠি পাঠালাম .....

'আকাশ ভাঙা বৃষ্টি যেন আমার ভালোবাসার কাছে হেরে যায়,'

দেরিতে হলেও...

সোনালী রোদ্দুর মাখানো খামে

পাল্টা চিঠিতে লিখে পাঠাস কিছু..,

আমি বরং বুকের গহীন কোণে

জমা রাখি,

এক আকাশ ভালোবাসা

যার শুরু আছে শেষ নেই।