. আজও অচেনা. ২৯/০৮/২০২০ চন্দন মাজী
দুটি মন একই ছায়াপথ জুড়ে বয়,তবুও আজও তারা হাজার আলোকবর্ষ দূরেই রয়।দুজনেই আজও পায়নি নাগাল একই স্রোতে ভেসে চলে হাজার বছর।মরীচিকা দেখেছ কি? তার কতটা কাছেই …
. আজও অচেনা. ২৯/০৮/২০২০
চন্দন মাজী
দুটি মন একই ছায়াপথ জুড়ে বয়,
তবুও আজও তারা হাজার আলোকবর্ষ দূরেই রয়।
দুজনেই আজও পায়নি নাগাল
একই স্রোতে ভেসে চলে হাজার বছর।
মরীচিকা দেখেছ কি? তার কতটা কাছেই থাকা।
তবুও হাজার চেষ্টাতেও
নাগালের সীমান্তে তাকে যাবে নাকো কখনো ধরা।
দুটি শরীর মাঝে মাঝে ঘর বাঁধে
একই ছাদের নিচে।
প্রেম তবু ওই ব্যবধান খানি
আজো মুছে দিতে পারে নি তাদের ভেতরে।
জানি ভেঙ্গে দিয়ে উড়ে যাবে কোন এক বালুঝড়ে,
সূদূরের কোন এক মরু দেশে।
কোন এক নাম না জানা মনে বসতি করিতে।
তবুও একবুক আশা নিয়ে
আমি তোমার প্রেমের জোয়ারে ভেসে যেতে চাই।
সব মেঘের জলের সব অভিমান,
ভুল বোঝাবুঝি গুলো;
যেন সাগরের জলে মিশে একাকার হয়ে যায়।