Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিছু কথা- কিছু স্বাধীনতা

খোকার ক্ষুদিরাম              *কবি
# খোকা শুধোয় মাকে,বলো স্বাধীনতা কি?মা শুনে কয় জানবি ওসব, যখন বড় হবি।
অবাক হয়ে শুধোয় খোকা, আর কত বড় হবোবাবা কাকাই সবাই বড়, যখন আমি বাবা হবো?
রনি বনি ছোটন সবাই পতাকা নিয়ে হাতেস্বাধীনতার গান গাইছে, আমি…

 

খোকার ক্ষুদিরাম

              *কবি


# খোকা শুধোয় মাকে,বলো স্বাধীনতা কি?

মা শুনে কয় জানবি ওসব, যখন বড় হবি।


অবাক হয়ে শুধোয় খোকা, আর কত বড় হবো

বাবা কাকাই সবাই বড়, যখন আমি বাবা হবো?


রনি বনি ছোটন সবাই পতাকা নিয়ে হাতে

স্বাধীনতার গান গাইছে, আমি ও গাইব সাথে।


দিদিমনি বলল, আজ আমরা সবাই স্বাধীন

ক্ষুদিরাম হয়েছে শহীদ, যখন ছিলাম পরাধীন।


পরাধীনতা মানে কি ওই বিল্টু দাদার মতো

দুষ্টুমির জন‍্য শুধুই বকুনি খেতে হতো?


মা, আমি ও তবে শহীদ হব ক্ষুদিরামের মতো

গর্বে তুমি বলবে তখন, শুনবে সবাই যতো।


মা কেঁদে কয়, না না খোকা এমন কেন বলিস?

স্বাধীনতার জন্য যারা প্রান দিয়েছে, জানিস্ ! 


ইংরেজদের অধীন থেকে ছিনিয়ে নিয়ে ভারত

স্বাধীনতার স্বাদ দিয়েছে, স্বাধীন হল ভারত।


অত‍্যাচারের যোগ্য উত্তর দিয়েছে যে ওরা,

ওদের তরে তাইতো ,গর্ব করি মোরা।।

.................


আমার অভিজ্ঞতা শেয়ার করলাম....বন্ধুদের জন্য... 


###ভেবেছিলাম কিছুক্ষণ বেশি ঘুমাব। আজ ছুটি। স্বাধীনতা দিবস। বেশ খুশি খুশি ভাব। কে আর কি বলবে ? হঠাৎ কলিং বেল। কে উঠবে ? অগত্যা আমাকেই উঠতে হল। ঘুম চোখে দরজা খুলে দেখি সরলাদি (আমার বাড়ির কাজে সাহায্য করে)। 

বললাম, তুমি আজ কেন? তোমাকে তো ছুটি দিয়েছি ! জানো না আজ স্বাধীনতা দিবস ?

সরলা তার নামের থেকে আরও সরল হেসে বলল, তুমি যে কি না বৌদি, তুমি বললে , আর আমি ছুটি নিয়ে নিলাম। 

আমি তো অবাক ! বললাম সবাই ছুটি চায়, আর তুমি নেবে না ??

সে আরও অবাক করে বলল, তুমি নিয়েছ ?? বলে আমাকে সরিয়ে বাড়ির মধ্যে তার নিত্যকার কাজ শুরু করে দিল।

দরজ লাগিয়ে ফিরে এসে বললাম, আজ আমরা স্বাধীন হয়েছিলাম। তুমি ও স্বাধীন। একটা দিন তুমি ছুটি নেবে না??

মুচকি হেসে বলল, আর কোন কাজের ঘরে ছুটি দেয়নি।

আমি একটু অবাক হলাম।

"কেন বলুন তো , আমরা ছুটি নেব - ওদের দেব না "!!

বললাম ঠিক আছে , আমি তো কাজ করে রেখেছি ... তুমি আমার সঙ্গে গল্প কর ...আজ তোমার কথা শুনব ....

শুনে সরলাদি হাসতে লাগল।

বললাম হাসছ কেন ?

বলল , তোমার কথা শুনে। যাদের জন্মই না চাওয়া ভালবাসা থেকে। তারা কি করে স্বাধীন হয় বলত?!

আমার বুকের কোথাও একটা খোঁচা লাগল। যে মেয়েটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে বুকে কত কষ্ট লুকিয়ে রেখেছে !!

বললাম , চল চা খাই...

সরলাদি বলল , বৌদি একটা আবদার করব ?

বললাম , বল ...

তোমার হাতের চা খাব ... 

শুনে আমি হেসে ফেললাম , কেন গো ?

বলল , বললে না আজ স্বাধীনতা দিবস , এটা আমার বড় পাওনা হবে ...

আমি আর কিছু বলতে পারলাম না ...

চা করে দু জনে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলেরা কোথায় ?

বলল , সব স্কুলে যাবে...

তোমার বর ?

বলল , মদ খেয়ে ঘুমচ্ছে, কাল রাত থেকে খুব অশান্তি করছে ...

বললাম , কেন ??

বলল , স্বাধীনতা দিবস ...

বললাম , তাতে কি ?

আর বোলো না , কাল থেকেই চলছে, মাতাল স্বামী , তার উপর পাড়ায় রাতেই পতাকা তুলবে সব পার্টির ছেলেরা , খাওয়াবে, ব‍্যস .... মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি ... গিয়ে আবার কি দেখব কে জানে !!! বলে কাঁদতে লাগল।

আমার ভীষণ খারাপ লাগল। বললাম, তুমি কাঁদছ কেন, তুমি তো দূর্বল নও। তাহলে ?

ওর লাল দগদগে দাগ দেখাল, সারা শরীরে , কপালের কাছটা ফুলে আছে, এতক্ষণ লক্ষ্য করিনি। 

বললাম কি করে হল ? আবার সেই সরল হাসি হেসে বলল, স্বাধীনতার উপহার !!! বল তো দিদি স্বাধীনতা মানে যদি এই উপহার হয় , তাহলে তোমার কাছে ছুটি নিয়ে আমি কি করব !!!


সত্যিই আমি আর কিছু বলতে পারিনি..... এ কোন স্বাধীনতা... ঘরে ঘরে যে মা বোনেরা লাঞ্ছিত , অবহেলিত, অত‍্যাচারিত, ধর্ষিত- তাহলে কোন মায়ের বন্দনা করছি ? কিসের স্বাধীনতা ?