Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন

অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতির সূতিকাগার তমলুক/ মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্মভূমি/  ক্ষুদিরাম বসু, মা মাতঙ্গিনী হাজরা,  রাজনীতির পথপ্রদর্শক প্রয়াত সতীশ চন্দ্র সামন্ত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজেয় পুরুষ অজয় মুখোপাধ্য…

 


অবিভক্ত মেদিনীপুর জেলার রাজনীতির সূতিকাগার তমলুক/ মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্মভূমি/  ক্ষুদিরাম বসু, মা মাতঙ্গিনী হাজরা,  রাজনীতির পথপ্রদর্শক প্রয়াত সতীশ চন্দ্র সামন্ত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজেয় পুরুষ অজয় মুখোপাধ্যায়, রাজনৈতিক সন্ন্যাসী  চিরকুমার রজনীকান্ত প্রামাণিক,  ইন্দুমতী ভট্টাচার্য, প্রয়াত নেতা শ্যামাদাস ভট্টাচার্য, দেশপ্রেমিক 

কুমার চন্দ্র জানা, অনঙ্গ ভৌমিক, 

 ডাক্তার গোবিন্দ ভৌমিক, সুশীল কুমার ধাড়া, মহেন্দ্র নাথ মাইতি আরও হাজার হাজার শহীদের 

স্মৃতি বিজড়িত এই কংগ্রেস কার্যালয়ে আজ স্বাধীনতার  গৌরবোজ্জ্বল ত্রিবর্ণরঞ্জিত পতাকা 

উত্তোলন করেন  আমাদের 

প্রবীন কংগ্রেস নেতা মাননীয় শ্রী মদনমোহন জানা মহাশয়,মাল্যদান করেন জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক মাননীয় শ্রী মৃনাল কান্তি পাল ,তমলুক শহর কংগ্রেসের প্রাক্তন সভাপতিদ্বয় শ্রী সঞ্জয় চন্দ্র, শ্রী বিকাশ কুমার প্রামানিক, অসংগঠিত শ্রমিক কংগ্রেস কমিটির জেলা চেয়ারম্যান জনাব সেখ জিয়াদ আলি সাহেব, শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী 

শিবাজী গাঙ্গুলী, জেলা কংগ্রেসের অন্যতম নেতা মাননীয় শ্রী হারাধন মজুমদার,  শ্রী প্রদীপ মালাকার,  পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি ( ও বি সি) সেলের চেয়ারম্যান-শ্রী চিন্ময় মণ্ডল ,তমলুক ব্লক কংগ্রেসের নেতৃত্ব  শ্রী জয়ন্ত চৌধুরী, শ্রী স্বপন রায়, শ্রী মন্টু সাউট্যা, ড্যাডি, সেক কালু, শ্রী 

সুরজিত ত্রিপাঠী, গান্ধী, সেক ভুট্টো,

ও আরও অনেকে/ লাখ শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়/ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ঞ্জলি দেওয়া হয়/ সমবেত 

কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়/ সমস্ত অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন এবং প্রত্যেককে  আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে   

আজকের দিনের স্মৃতি বিজড়িত-ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির অন্যতম সদস্য শ্রী সনৎ কুমার বটব্যাল ।