Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের বিভিন্ন এলাকা প্লাবিত

তাম্রলিপ্ত পৌরসভার 18 ও 19 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দীর্ঘ দশ পনের বছর এ ধরনের নদীর জল ঢোকেনি এলাকায়।  এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশেই তমলুকের দক্ষিণ চড়া শঙ্করআড়া গ্রামে হুহু কর…

 

তাম্রলিপ্ত পৌরসভার 18 ও 19 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দীর্ঘ দশ পনের বছর এ ধরনের নদীর জল ঢোকেনি এলাকায়।

 এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশেই তমলুকের দক্ষিণ চড়া শঙ্করআড়া গ্রামে হুহু করে  ডুকছে রূপনারায়ন নদীর জল।