Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে তঠস্থ সেবা শক্তির তারা মায়ের আরাধনা

কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আবির্ভাব তিথি তে ভীড়, আনন্দ অনুষ্ঠান না থাকলেও ষোড়শ উপাচার এর নিয়ম মেনে তারা মায়ের আরাধনা করল তমলুকের তঠস্থ সেবা শক্তি। করোনা ভাইরাসের প্রভাবে তারাপীঠে পুজো হয়েছে নমো নমো করেই। ভক্ত সমাগম ছিল না।…

 


কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আবির্ভাব তিথি তে ভীড়, আনন্দ অনুষ্ঠান না থাকলেও ষোড়শ উপাচার এর নিয়ম মেনে তারা মায়ের আরাধনা করল তমলুকের তঠস্থ সেবা শক্তি।

 

করোনা ভাইরাসের প্রভাবে তারাপীঠে পুজো হয়েছে নমো নমো করেই। ভক্ত সমাগম ছিল না। পাশাপাশি তমলুকের তারা তঠস্থ সেবা শক্তি আনন্দ অনুষ্ঠান, ভীড় এড়িয়ে নিয়ম মেনে তারা মায়ের আরাধনা করলেন। তমলুকের আবাসবাড়ি এলাকার তারা তঠস্থ সেবা শক্তি প্রত্যেক বছর যে ভাবে জাঁকজমকপূর্ণ  কৌশিকী অমাবস্যা পালন করেন, এবারে করোনা ভাইরাসের প্রভাবে সমস্ত আনন্দ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

তমলুকের বর্গভীমা মন্দির পুজো দিয়ে রূপনারায়ন নদী থেকে জল তুলে এনে পুজো শুরু হয়। ১০জন ব্রাম্ভন পুজোতে সামিল হন। করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেক ব্রাহ্মণের মুখে ছিল মাক্স। সারা রাত্রি ধরে চলে পূজো আর্চনা এবং যজ্ঞ। ১১১কিলো বেল কাঠ১৫কিলো ঘি দিয়ে দশমা বিদ্যার যোগ্য হয়। পরের দিন বুধবার ৫০০ সদস্যদের পরিবারের বাড়ি পৌঁছে দেওয়া হবে মহাপ্রসাদ। ভীড় এড়িয়ে যারা পুজো দিতে ইচ্ছুক তাদের বলা হয়েছে বাড়ি থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম গোত্র পাঠালেই পুজোর ব্যবস্থা করে দেওয়া হবে।