#নতুন_আবিষ্কার ------------------------------------#চৈতালী_ব্যানার্জী 18:8:2020===============================
খসে খসে পড়ছে সব সাজসজ্জা খসে পড়ছে একে একে সব অলংকরণ... সুনিপুণ হাতের বানানো পরিপাটি সব বহিরা…
#নতুন_আবিষ্কার
------------------------------------
#চৈতালী_ব্যানার্জী
18:8:2020
===============================
খসে খসে পড়ছে সব সাজসজ্জা
খসে পড়ছে একে একে সব অলংকরণ...
সুনিপুণ হাতের বানানো পরিপাটি সব বহিরাবরণ ... !
ভিতরের বাঁশের কাঠামো, খড়ের আঁটি
কালো কর্কশ মাটির প্রলেপ
তাতে নেই কোনো সৌন্দর্য, কোনো মনোহারিতা
নেই মুগ্ধতা, নেই ভালোলাগা !
শুধুই রূঢ় বাস্তবতা আছে
আছে কঠোর কঠিন অবিশ্বাস
অচেনা ভয়, অচেনা আতঙ্ক
যা থেকে জন্ম নিচ্ছে নতুন স্বার্থগন্ধ
নতুন গন্ডীবদ্ধতা....
নতুন উদাসীনতা...
নতুন নিষ্ঠুরতা.....
সময়ের যুগের কালের দেশের মানুষের সম্পর্কের
এ এক নতুন আবিষ্কার !!
****************************************