মৌ দত্ত --------------- প্রয়াত চেতন চৌহান। ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান রবিবার গুরুগ্রামের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। গত জুলাইয়ে কিডনির সমস্যা নিয়ে লখনউয়ের হাসপাতালে …
মৌ দত্ত
---------------
প্রয়াত চেতন চৌহান। ভারতীয় দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান রবিবার গুরুগ্রামের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। গত জুলাইয়ে কিডনির সমস্যা নিয়ে লখনউয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিডের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর কিডনি ও রক্তচাপের সমস্যা বাড়ে। গুরুগ্রামের হাসপাতালে স্থানান্তরের পর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। লাইফ সাপোর্ট সিস্টেমে ভেন্টিলেশনে রাখা হয়েছিল চেতন চৌহানকে।
১৯৬৯ থেকে ১৯৭৮ এই নয় বছরে ভারতের হয়ে ৪০ টেস্ট ও ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চেতন চৌহান। টেস্টে ৩১.৫৭ গড়ে ২০৮৪ রান করেছেন । ৯৭ রান সর্বোচ্চ। ৭টি ওয়ানডেতে ১৫৩ রান করেছেন। ৭০-এর দশকে সুনীল গাভাসকরের সঙ্গে চেতন চৌহানের ওপেনিং জুটি দারুণ সফল। দু'জনের জুটিতে ৩০০০ টেস্ট রান আছে। যার মধ্যে ১০টা সেঞ্চুরি পার্টনারশিপ।
দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। অর্জুন পুরস্কার পেয়েছেন ১৯৮১ সালে।
লোকসভার দু'বারের সাংসদ চেতন চৌহান গত বছর পর্যন্ত উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলেছেন।