Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯#বিষয়: শ্রাবণ ধারা ঝরা রাত#বিভাগ: কবিতা১১.০৮.২০২০
***     শ্রাবণ ধারা           - শ্রীমতি ডলি 
বাঁধন-হারা শ্রাবণ ধারায় ভিজে মাটির ঘ্রাণে সকল কাজে বাধা পড়ে, একাকী বাতায়নে -ঝাপটা এসে ভেজায় মুখ ভেজায় আমা…

 

#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯

#বিষয়: শ্রাবণ ধারা ঝরা রাত

#বিভাগ: কবিতা

১১.০৮.২০২০


***     শ্রাবণ ধারা 

          - শ্রীমতি ডলি 


বাঁধন-হারা শ্রাবণ ধারায় ভিজে মাটির ঘ্রাণে 

সকল কাজে বাধা পড়ে, একাকী বাতায়নে -

ঝাপটা এসে ভেজায় মুখ ভেজায় আমার মন,

বাতাস  এসে জানিয়ে  যায়  সেই  সন্ধিক্ষণ !


এমনই এক শ্রাবণ দিনে বর্ষণমুখর রাতে  -

দোসর মোরে ভাসিয়েছিল তৃষিত সুধাস্রোতে;

মেঘের ডাকে মাতন  লাগে রুক্ষ বনাঞ্চলে -

শ্রাবণ ধারায় নবীন হবে সবুজ সমুজ্জ্বলে।


শীর্ণ-নদী  খাল-বিল  টইটম্বুর  জলে ...

মনের সুখে ভাসাবে তরী মাঝি পাল তুলে। 

চাষীর প্রাণে পুলক জাগে স্বপ্নে ভরে মন

সকল অভাব দূর কি হবে? ভাবে সর্বক্ষণ !


শ্রান্ত পাখি আনন্দেতে বাতাস কাঁপায় গানে

ফুলের বাগান ভরে ওঠে বর্ষণেরই দানে !

ভেজাও তুমি প্রকৃতিকে ভাসিয়ে দিয়ে নয় -

মাটির-কুঁড়ে যেমন আছে তেমনই যেন রয় !


অঝোর ধারায় ধুয়ে যাক্ প্রকৃতির সব গ্লানি, 

তাই তো তোমায় ভালোবাসি ওগো বর্ষারানি!!

                     __________

@sreematidolly//Kolkata