Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কংসাবতী নদীর উপর কাঠের সেতু ভেসে গেল জলের তোড়ে

পাঁশকুড়ার কংসাবতী নদীর উপর কাঠের সেতু জলের তোড়ে ভেসে গেল নদীর জলে। পারাপারের ভরসা এখন নৌকা।
কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পাঁশকুড়া কংসাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে প…

 

পাঁশকুড়ার কংসাবতী নদীর উপর কাঠের সেতু জলের তোড়ে ভেসে গেল নদীর জলে। পারাপারের ভরসা এখন নৌকা।


কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পাঁশকুড়া কংসাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে পাঁশকুড়ার মাইসোরা এবং গোবিন্দ নগর এর মধ্যে কাঁসাই নদীর উপর কাঠের সেতু জলের তোড়ে চোখের সামনে ভেসে যেতে দেখে এলাকাবাসী। ফলে গোবিন্দ নগর এর দিকে প্রায় 15 টি গ্রামের মানুষ যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে। সমস্যায় পড়েছে কংসাবতী নদীর দুই দিকের গ্রামের মানুষ। এছাড়াও পাঁশকুড়ার রানিহাটি এলাকায় বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। রবিবার সেচ দপ্তরের আধিকারিক এবং পাঁশকুড়ার পৌর প্রশাসক নন্দ মিশ্র এলাকা পরিদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের এই কাঠের সেতু টা কংক্রিটে করার আবেদন জানিয়েছেন। বেশ কয়েকদিন ধরে জেলায় ভারী বৃষ্টি হওয়ার কারণে কংসাবতী জল বাড়ছিল ছিল। তার ওপর মুকুটমণিপুর জলাধার থেকে বৃহস্পতিবার 5 হাজার কিউসেক জল ছাড়ে। গতকাল আবারো 15 হাজার কিউসেক জল ছেড়েছে মুকুটমণিপুর জলাধার থেকে। ফলে কংসাবতী নদীর জলস্তর বেড়ে যায়। সেই কারণেই বাশের সেতুটি ভেঙে যায়। এই মুহূর্তে পারাপারের জন্য অস্থায়ী নৌকা ব্যবহার করছেন এলাকাবাসী।