Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪১নম্বর জাতীয় সড়কেগাড়ির ধাক্কায় মৃত ১,আহত১

তমলুক থানার নিমতৌড়ি ৪১ নাম্বার জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলার। আহত ছেলে। তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি তে একটি ট্রাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই  মোটর সাইকেলে থাকা মহিলার মৃত্যু হয়।  গুরুতর আহত আরও একজন ।…

 

তমলুক থানার নিমতৌড়ি ৪১ নাম্বার জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলার। আহত ছেলে।

   

 তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি তে একটি ট্রাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই  মোটর সাইকেলে থাকা মহিলার মৃত্যু হয়।  গুরুতর আহত আরও একজন । ঘটনায় স্থানীয় বাসিন্দারা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ,তমলুক থানার পুলিশ গিয়ে কিছুক্ষণ পরে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায় ।এবং আহত ওই মোটরসাইকেল আরোহীকে পাঠানো হয় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। তারপরে ও উত্তেজিত এলাকাবাসী বেশ কিছুক্ষণ অবরোধ করে ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে আরো পুলিশ বাহিনী গিয়ে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয় , তার পর যান চলাচল স্বাভাবিক করে।