বাইশে শ্রাবনের শ্রদ্ধাঞ্জলীএক আলোক পুরুষনিমাই মাইতি
এত সুর এত কথা এত ব্রম্ভ ওঁ,তোমার পাতায় পাতায় জীবনের গন্ধকালিতে কালিতে দেখি শ্বাস প্রশ্বাসকথা বলা সুর, আনন্দ বৈভব।
তুমিই ফুটিয়েছ ভোরের আলোসন্ধ্যায় শঙ্খ তুলসী বাতিতোমার নক্ষত্রে আঁধ…
বাইশে শ্রাবনের শ্রদ্ধাঞ্জলী
এক আলোক পুরুষ
নিমাই মাইতি
এত সুর এত কথা এত ব্রম্ভ ওঁ,
তোমার পাতায় পাতায় জীবনের গন্ধ
কালিতে কালিতে দেখি শ্বাস প্রশ্বাস
কথা বলা সুর, আনন্দ বৈভব।
তুমিই ফুটিয়েছ ভোরের আলো
সন্ধ্যায় শঙ্খ তুলসী বাতি
তোমার নক্ষত্রে আঁধার বিদায়
সামনে পিছনে সাহস পুরুষ।
তোমার পাঠ ধরে সেই পথ চলা
আজো হয়নি শেষ সুখে ও দুখে
যেখানে যা খুঁজি তোমার ছবি জড়িয়ে আছো তুমি অন্তহীন পথে।
বিশাল আকাশ জুড়ে হৃদয় ভরে
পুন্য জন্ম আজো প্রতি ঘরে ঘরে।