ভালোবাসার বায়ু প্রবাহ
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
কবিতা তুমি হৃদপিন্ডের গভীরেসৃষ্টি করেছো ভালোবাসার চুম্বক ক্ষেত্র, তার চার পার্শেঅসংখ্য গ্যাস সৃষ্টিকারি কারখানা,
যা প্রাণ কোষকে সজীব রাখে খোঁজে ঈশ্বর কণা । তাই কবিতা তোমাকে ভালোবাসি খু…
ভালোবাসার বায়ু প্রবাহ
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
কবিতা তুমি হৃদপিন্ডের গভীরে
সৃষ্টি করেছো
ভালোবাসার চুম্বক ক্ষেত্র,
তার চার পার্শে
অসংখ্য গ্যাস সৃষ্টিকারি কারখানা,
যা প্রাণ কোষকে সজীব রাখে
খোঁজে ঈশ্বর কণা ।
তাই কবিতা তোমাকে ভালোবাসি খুব
ঠিক অালো আঁধারের মাখামাখি ।
আমি জানতে চাই
দে-ঘরের আধ্যাত্ম বৈজ্ঞানিক
সমান , উদান , ব্যান , প্রাণ
ও
অপাণ নামে বায়ুকে বিভক্ত করেছে কেন ।
আধুনিক বৈজ্ঞানিক
যার নাম রেখেছে
ট্রোফোষ্ফোয়ার , থর্মোষ্ফোয়ার ,
মোসোষ্ফোয়ার , ষ্টোটোষ্ফোয়ার
এবং
এক্সোষ্ফোয়ার ।
আমি জানতে চাই
ভালোবাসার বায়ু প্রবাহ
মানব আকাশে কেন এক নয় ,
কোন বায়ুপ্রবাহে দাম্পত্ব জীবন
হয় বিষাক্ত,
কোন হতে পারে না প্রেমিক প্রেমিকা ।
তোমাকে নিয়ে
তাইতো আমার এত গবেষণা কবিতা ,
জীবাকাশে আমি রেখে যেতে চাই
সুরালয়ের প্রেম-বায়ু প্রবাহ ,
তুমি দেখ কবিতা
মানুষ হবে মানবিক
পাবে ঈশ্বরকণা,
তুমি আমি হব অমরপ্রেমের উপমা।