যোজনের সঙ্গে/কাশীনাথ মণ্ডল 27/09/2020
পেন্ডুলামের মত প্রাচীন ঘড়ির মত আরও কিছু আছেদৈর্ঘ্য দীঘির মত অদৃশ্য রেলিংএর অবয়ব দেখিআয়নার মত বিবর্ণ খড়খড়ির মত বুদবুদের শরীরও বিতোভেন অভিন্ন আশ্রয়
অন্ধকারে দূরবীনের মত আরও কিছু সমদর্শী আছেএকটি ধ…
যোজনের সঙ্গে/কাশীনাথ মণ্ডল 27/09/2020
পেন্ডুলামের মত প্রাচীন ঘড়ির মত আরও কিছু আছে
দৈর্ঘ্য দীঘির মত অদৃশ্য রেলিংএর অবয়ব দেখি
আয়নার মত বিবর্ণ খড়খড়ির মত বুদবুদের শরীর
ও বিতোভেন অভিন্ন আশ্রয়
অন্ধকারে দূরবীনের মত আরও কিছু সমদর্শী আছে
একটি ধাঁ ধাঁ র পাশে মাউথঅর্গান কতদিন বাঁচে
একটি জটিল ছক ও নির্জন বিড়াল বাঁধিয়ে রাখছি
বিলিয়ার্ড ও বিলায়েত খাঁ একই টেবিলে পরস্পর ব্রম্ভান্ডের ক্ষুদ্র সংস্করণ
এখন মধ্যাহ্নের খোলস ওড়ে
নির্জন মাছির মত ওলন দড়ির মায়া স্থির নির্বাক
আমি জলের টেম্পারার সঙ্গে অদৃশ্য শরীর ও থার্মোমিটার বিজনে রাখি
বিজন পশুপাখি দূরে দূরে কাচের জানালা বিমূর্ত হয়
এখন জগতের ভঙ্গুর মূর্তি জুড়ে জুড়ে সুদূর এঁকেছি
একটি ফটোগ্রাফি ও পোড়া রুটির ক্ষুধার্ত ছেলে মেয়ে পাশাপাশি বড় হচ্ছে
আমার আপাদমস্তক জুড়ে যোজন বইছে
যোজনের সঙ্গে বহুগজ সুতো ধরে হাঁটি