Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

কবর 
মৃত্যুঞ্জয় সরকার 
রচনাকাল :পনেরোই আগস্ট দু হাজার কুড়িঅপ্রকাশিত 
২৮/০৯/২০
আমি বড়ই ক্লান্ত এলেমেলো ধী শক্তি নীলাভ শরীর তবু উত্তপ্ত হতে চাই জানিনা পরশুরামের কুঠারে ভয়ঙ্কর আঘাত আসবে কিনা বাজবে কিনা শঙ্খ উলুর ধ্বনি নতুন যুদ্ধ স্লোগান…

 


কবর 


মৃত্যুঞ্জয় সরকার 


রচনাকাল :পনেরোই আগস্ট দু হাজার কুড়ি

অপ্রকাশিত 


২৮/০৯/২০


আমি বড়ই ক্লান্ত এলেমেলো ধী শক্তি 

নীলাভ শরীর তবু উত্তপ্ত হতে চাই 

জানিনা পরশুরামের কুঠারে ভয়ঙ্কর আঘাত আসবে কিনা 

বাজবে কিনা শঙ্খ উলুর ধ্বনি নতুন যুদ্ধ স্লোগান...  


সবই তো বন্ধকী আছে নিত্য জ্যামিতিক মেরুকরণ 

ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারে লক্ষ্য চোখের উঁকিঝুঁকি 

ক্ষমতায়ন নির্মম ভাবে হত্যা করে ক্ষুব্ধ মানবতা 

আমি অপেক্ষা করে থাকি বিশুদ্ধ গঙ্গা জলের.. 


শব্দের ব্যঞ্জনা মুহুর মুহু হুঁশিয়ারি দেয় 

দারিদ্রতা লজ্জায় মুখ ঢাকে তবু ফলাও করে 

ঠুনকো আভিজাত্যের নগ্নতা প্রলাপ বকে 

পতাকা উত্তোলনে আঁটকে থাকে প্রজন্ম বিকাশ...


বার্ধক্য আমাকে পঙ্গু করেছে পঙ্গু তো আমারও স্বদেশ 

স্পর্ধায় মৃত্যুকে আবাহন করি কবর গহ্বর ভেসে ওঠে 

এসো বিজয়োল্লাসে এক বিন্দু প্রেমের রক্ত দাও 

আমার মৃতপ্রায় শায়িত দেহে লোলুপ রাষ্ট্রে কুঠারাঘাতে........   


 সর্বস্বত্ব লেখক এর নিজস্ব