Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার দৈনিক সেরা লেখনি সম্মাননা

আমার ভালোলাগা কবি শক্তি চট্টোপাধ্যায়ের নির্বাচিত কবিতা পড়তে পড়তে তাঁকে স্মরণ করে আমার শ্রদ্ধার্ঘ্য .....
শব্দের পূজারী সারদা ভট্টাচার্য ...
কবি তোমার ' কবিতা ' , ' কৃত্তিবাস ' -  এ জ্বালালে তোমার প্রথম অগ্নিময় মশাল …

 


আমার ভালোলাগা কবি শক্তি চট্টোপাধ্যায়ের নির্বাচিত কবিতা পড়তে পড়তে তাঁকে স্মরণ করে আমার শ্রদ্ধার্ঘ্য .....


শব্দের পূজারী 

সারদা ভট্টাচার্য ...


কবি তোমার ' কবিতা ' , ' কৃত্তিবাস ' -  এ জ্বালালে তোমার প্রথম অগ্নিময় মশাল .....

তোমার ক্লান্তিহীন অজস্র কবিতার মননে নিমজ্জিত  সুগভীর  প্রত্যয় .....

কিংবদন্তি প্রতিম তুমি , তুমি সতেজ , সবল , স্বেচ্ছাচারী .....


তোমার স্থিতপ্রজ্ঞ ব্যক্তিত্বের আড়ালে  দেখেছি  আত্মসম্বিতের অলস অপরাহ্ন যাপন .....

প্রবীণতার জাড্য থেকে তারুণ্যের জয়টিকা .....

মনের উত্তুঙ্গ হিমশিলায় মনননিষ্ঠ কুশাগ্রতীক্ষ্ণ তত্ত্ব মানসিকতা .....

সরস কৌতুক রসোজ্জ্বল প্রসন্নতা .....

তুমি মনোহারী দুর্লভ শক্তির আধার .....


ছন্দে - ছন্দহীনতায় , মিলে - মিলহীনতায় , কোলাহল - স্বগতোক্তিতে ,  উপমায় - সরলতায় , শৃঙ্খলায় - উচ্ছৃঙ্খলতায় সমান প্রবল তুমি .....


তোমার বিমূর্ত শব্দরা , মিলহীনতায় জেগে ওঠে কুহকিনী ভাষার ছন্দে .....

তোমার কবিতা খোঁজে নিসর্গের বুকে আশ্রয় .....

অতীতের ম্লান ধূসরতায় খোঁজে শান্তি .....

খোঁজে নির্মোহ আত্মানুসন্ধান , নির্মম   আত্মবিশ্লেষণে .....


তুমি জেগে আছো স্বগতোক্তি , স্বরচিত বিষাদে .....

জীবনের অসংলগ্নতায় , মৃত্যু ভাবনায় .....

আপন ইন্দ্রিয়ানুভূতিকে বিপর্যস্ত করার অনিঃশেষ গভীরতায় .....

তাই তো তোমার কবিতার শব্দও এগিয়ে চলে দুমড়ে - মুচড়ে .....


কে বলে !  তোমার কবিতার শব্দ শুচিবায়ুহীন , অশালীন ! 

আমি যে দেখি , তোমার প্রতিভার স্ফূরণে এক বিষয়হীনতাকেই .....

তোমার শব্দকে তুমি বিশাল জীবনের আকাশে ছড়িয়ে দিয়েছো .....

তোমার শব্দের যে মৃত্যু নেই .....

ভাষা বদলের সাথে সাথে তোমার শব্দের ....পরিবর্তন ঘটে মাত্র .....

তোমার কাছে শব্দ যে ' শুধু শব্দ ' ....

তোমার কবিতা শব্দের ঝর্ণায় স্নান করে তোমারই শব্দের আড়ালে .....


তোমার কবিতা মানেই ছিন্নভিন্ন আত্মপ্রতিকৃতির খনন .....

আর তাতেই নিহিত মহাবিশ্বের অনন্তকে অন্বেষণ ......


তাই তো কবিতার রাজ্যে তুমি , শব্দের অভ্রান্ত প্রয়োগ .....

ছন্দের ঈর্ষণীয় দাপট .....

ভাষার সম্ভ্রান্ত স্বেচ্ছাচারীতা .....

প্রেমের শারীরিক ও অশরীরী মাধুর্য চিত্রণ .....


 তাই তুমি মৃত্যু ও জীবনের টানাপোড়েনে আজও বেঁচে আছো তোমার কবিতার মাঝে অবাধ বিচরণে .....

অনুভূতির দুর্জ্ঞেয় স্তরে স্তরে 

তাত্পর্যময় শব্দের রৌদ্র ছড়িয়ে .....

হে কবি শক্তি , শব্দের পূজারী প্রভু তোমাকে প্রণাম। ।