শিরোনাম - "স্বপ্ন গাঁথা"তারিখ - ২৮.০৯.২০২০কলমে - বনশ্রী চৌধুরী ================
মনের পাখনা ছুটছে অপার সময় সীমাহীন,স্বপ্নে বাঁধা গল্প খেলায় বাজে সদাই বীণ।আকাশ ছুঁয়া স্বপ্ন যেথা পাতালে নেয় ঠাঁই,স্বপ্ন ভেঙে খুঁজলে দ…
শিরোনাম - "স্বপ্ন গাঁথা"
তারিখ - ২৮.০৯.২০২০
কলমে - বনশ্রী চৌধুরী
================
মনের পাখনা ছুটছে অপার সময় সীমাহীন,
স্বপ্নে বাঁধা গল্প খেলায় বাজে সদাই বীণ।
আকাশ ছুঁয়া স্বপ্ন যেথা পাতালে নেয় ঠাঁই,
স্বপ্ন ভেঙে খুঁজলে দেখি, সত্য কিছুই নাই।
আসে মনে ভ্রান্ত পুলক জেগে ওঠে সুর,
ভেসে বেড়ায় গানের কলি মনেতে যদ্দুর।
জ্যোৎস্না রাতে আকাশ 'পরে বসে তারার হাট,
হতেম যদি একটি তারা বেশ হতো মোর ঠাট।
পাহাড় গিরি মরু প্রান্তর স্বপ্ন ভেজা ভোর,
স্বপ্ন যাচা মনে তৎপর সুখের খোঁজে তোর।
মনের ঘোরে চড়ছি জোরে কোন্ ভাঙনের মই,
ভাঙলে নাহয় জুড়ে দিবো, ভাসবো থৈ থৈ ।
ইচ্ছে নদীর স্রোতে এবার ভাসিয়ে দেবো মন,
ওরে আমার মনপাখি তুই, করিস নে উচাটন।
তোর সোহাগী মনটা নিয়ে পালাই বলনা কই ?
জানিস্ তো স্বপ্নে আছি, থাক্, স্বপ্নেতেই রই ।