Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

মনের ঠিকানাশৈবাল সরকার28/09/2020
তোমার মনের ঠিকানায় চিঠি লেখার বিকেল,শেষ উত্তর আসেনি এখনো।মেঘের আলপনা আকাশের গায়,ছবি আঁকা কল্পনার ভিড়।ডুবে যায় বাতাসতরণী,যুবতী বুকের ঘন নিঃশ্বাস ছুঁয়ে দেখেছি,কত বার,কত বার পথ ঘুরে পৌছে গেছি,অভীষ্ট ল…

 


মনের ঠিকানা

শৈবাল সরকার

28/09/2020


তোমার মনের ঠিকানায় চিঠি লেখার বিকেল,

শেষ উত্তর আসেনি এখনো।

মেঘের আলপনা আকাশের গায়,

ছবি আঁকা কল্পনার ভিড়।

ডুবে যায় বাতাসতরণী,

যুবতী বুকের ঘন নিঃশ্বাস ছুঁয়ে দেখেছি,

কত বার,

কত বার পথ ঘুরে পৌছে গেছি,

অভীষ্ট লক্ষ্যের দুয়ারে।

দূরত্ব কত অন্তরগগনের অনুভব করি,

ঠিক বুঝে উঠা কঠিন।

ডাক পিয়নের হাক শুনেই 

ফিরতি চিঠির খাম ভাসে চোখে।

মনের ঠিকানা মন জানে,

নিবিড় কোমল অনুভবে ॥