Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালো জিরে দিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন

আত্মবলিদান দিবসে কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে মাতঙ্গিনীকে শ্রদ্ধা জানালেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা.....  কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গ…

 


দিব্যেন্দু সাহা 
............…......
আত্মবলিদান দিবসে কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে মাতঙ্গিনীকে শ্রদ্ধা জানালেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা.....  কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের শিক্ষক দিব‍্যেন্দু সাহা। মঙ্গলবার ছিল মাতঙ্গিনী হাজরার ৭৯ তম আত্মবলিদান দিবস। এই দিন কালোজিরার দিয়ে প্রতিকৃতি এঁকে তাঁকে শ্রদ্ধা জানান মেদিনীপুর শহরের পালবাড়ির জীপনদীপ কমপ্লেক্স এর বাসিন্দা দিব‍্যেন্দু বাবু। উল্লেখ্য ভারতছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযান কালে পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা আত্মবিসর্জন দেন। তাঁর আঁকা ছবি টি দিব‍্যেন্দু বাবু সোস‍্যাল মিডিয়ায় আপোলোড করেন। সেখানে বহু মানুষ কমেন্ট করে যেমন মাতঙ্গিনীকে শ্রদ্ধা জানিয়েছেন তেমনি শিল্পী কে কুর্ণিশ জানিয়েছেন। উল্লেখ্য দিব‍্যেন্দুবাবু বিভিন্ন​ ব‍্যক্তিত্বের স্মরণে ও ঘটনার সাপেক্ষে কালোজিরা, লতাপাতা, পেরেক, শুকনো লংকা,টগরফুল,শাক-সবজিসহযোগে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে থাকেন।