Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক  প্রতিযোগিতা -২৫বিষয় : তুলোট  মেঘের  গল্প বিভাগ  :  পদ্য কবিতা মাত্রা বিন্যাস:  স্বরবৃত্ত= ৪+৪/৪+২মাত্রাবৃত্ত= ৫+৫/৫+২
শরতে মেঘ বলাকা            -হরষিত মজুমদার।
         তারিখ : ২৪.০৯.|২০২০-----------------------হাসতে শুন…

 



সাপ্তাহিক  প্রতিযোগিতা -২৫

বিষয় : তুলোট  মেঘের  গল্প 

বিভাগ  :  পদ্য কবিতা 

মাত্রা বিন্যাস:  

স্বরবৃত্ত= ৪+৪/৪+২

মাত্রাবৃত্ত= ৫+৫/৫+২


শরতে মেঘ বলাকা

            -হরষিত মজুমদার।


         তারিখ : ২৪.০৯.|২০২০

-----------------------

হাসতে শুনি ওদের মানা 

শুন্যে ওরা ভাসে,

পেঁজা তুলোর বল্গা রাশি

নীল আকাশে হাসে।


পরিশ্রান্ত ক্লান্ত ওরা 

বর্ষণ রূপে ঝরে,

সময় শেষে দিচ্ছে পাড়ি

আপন ডেরা তরে।


শিশির কনা ঘাসে হাসে

ভোরের রোদে জ্বলে,

পদ্ম ফুলে মুক্তা হয়ে

ঝরছে দিঘি জলে।


মেঘ বলাকা শুন্যে খেলে

মনের খুশি লয়ে,

বালুর চরে কাশের হাসি 

সুখ বার্তা হয়ে।


শিউলি ফুলের শুভ্রতা যে 

সুবাস দিছে মনে,

আকাশ গাঙে মেঘ বলাকা 

হাসে আপন মনে।


তুলোট মেঘে শুভ্র হাসি 

শুন্যে থাকা ভালো,

কাঁদায় ওরা মাতৃ পূজায়

জল হর্ষে ঢালো।

--------------------

      লাইন সংখ্যা  ২৪

--------------------