সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা বিষয় ঃ তুলোট মেঘের গল্প বিভাগঃ কবিতা শিরোনামঃ মেঘ রাশি কলমেঃ অঞ্জলি দাশ তারিখঃ ২২/০৯/২০২০
নীল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘের ভেলা, মন চলে যায় সেদিনের সেই অন্তমিলের খেলা।মন ভরে যায় তুলোট মেঘের রাশির…
সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা
বিষয় ঃ তুলোট মেঘের গল্প
বিভাগঃ কবিতা
শিরোনামঃ মেঘ রাশি
কলমেঃ অঞ্জলি দাশ
তারিখঃ ২২/০৯/২০২০
নীল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘের ভেলা,
মন চলে যায় সেদিনের সেই অন্তমিলের খেলা।
মন ভরে যায় তুলোট মেঘের রাশির হাসি
ওই দেখা যায় সূয্যিমামা বেজায় খুশি।
মা আমার দাওয়ায় বসে পান খাচ্ছে ভারি,
আজকে আমার লাগছে ভালো মরি মরি।
জীবনের চলার পথে আছে কিছু শপথ,
চলতে গেলে ভাঙতে হবে যেতে হবে পথ।
শরতের নীল আকাশে আগমনী গান,
চারিদিকে দেখছো নাকি মানুষ শুনশান।
ওই শোনা যায় বাদ্যি বাজে মেঘে কোনে,
তাই তো আছি চেয়ে তোমার মুখের পানে।