#এক_পশলা_বৃষ্টি----#সন্মিতা
আজ এক পশলা বৃষ্টি নামুক ।কাঁচের জানলার আবছা জলছবিরং তুলি দিয়ে এঁকে দিয়ে যাকশহরের ভেজা রাস্তার কিছু এলোমেলো ছবি ।কালো কালির মত অসমান পিচরাস্তা ,ধুলো ঢাকা পাতার থেকে গলে পড়া জল ,কোনো পথচারীর হেঁটে যাওয…
#এক_পশলা_বৃষ্টি
----#সন্মিতা
আজ এক পশলা বৃষ্টি নামুক ।
কাঁচের জানলার আবছা জলছবি
রং তুলি দিয়ে এঁকে দিয়ে যাক
শহরের ভেজা রাস্তার কিছু এলোমেলো ছবি ।
কালো কালির মত অসমান পিচরাস্তা ,
ধুলো ঢাকা পাতার থেকে গলে পড়া জল ,
কোনো পথচারীর হেঁটে যাওয়ার কাঁপা প্রতিচ্ছবি -
সবটাই ধরা পড়ুক আজ....
এই অবেলার বৃষ্টিধারার ছবিতে ।
কখনো বলতো ,
জানলা বেয়ে গলে পড়া রঙের ওই রেখায়
কিছু খুঁজে দেখেছ ?
দেখতে পেয়েছ , কোনো অস্পষ্ট প্রতিবিম্ব ?
কেউ দাঁড়িয়ে আছে কোনো নদীর পাড়ে
অথবা সাগরের বালুর তটে ,
এলোমেলো চুল এসে বার বার ঢেকে দিচ্ছে মুখ ।
চোখের পাতা বেয়ে কি তার জলের ধারা ?
সেই ধারাই কি লাল - হলুদ রঙে মেখে
সাজিয়ে তুলেছে তার মুখ ?
অনতিদীর্ঘ দুটো ঠোঁট কি তার প্রসাধনে লাল ?
সবাই দেখেছে কিছু আবছা জলছবি ।
কই নেই তো কিছুই , কোনো মুখের প্রতিচ্ছবি !
শিল্পী , তুমি কলম তোলো , তুলি ধরো ।
যে ব্যথা , বিদীর্ণ বুকের কষ্ট বুঝল না কেউ ,
তাতে তুমি রূপ দাও , প্রাণ ঢেলে দাও ।
তোমার তুলির টানে একে একে ফুটে উঠুক
প্রতিটা ক্ষতের দংশন ।
কলমের শানে ঝরে পড়ুক
প্রতি রাতের কিছু নীরব কান্না ।
তুমি জানো এসব নয় প্রসাধন ,
জানো নদীর শস্যশ্যামলা তীর ,
সমুদ্রের বিশাল জলরাশির পাশে দাঁড়িয়েও
বুকের ভিতরে ধু ধু সাহারার বালির আঁচল ।
জানো সবটাই.....
তোমার প্রতিভায় জীবন্ত হোক
এক পশলা বৃষ্টির পরের কিছু মুহূর্ত.....
কিছু না বোঝা মৃতবৎ জলছবি !
হে মহান শিল্পী ,
তাকে রূপ দাও , প্রকাশ পেতে দাও ।
তোমার সৃষ্টির রূপে সমব্যথী হয়ে
হয়ত সে পারবে কাঁদতে ।
এভাবেও বেঁচে যেতে পারে কিছু প্রাণ !
নয়তো , এরকম কত জীবন্ত জলছবি কখন
লোকচক্ষুর আড়ালে গলে মাটিতে মিশে যাবে....
কেউ জানতেও পারবে না !
তাই , তুলি নাও শিল্পী , তোলো তোমার কলম ।
#Copyright_protected