নাম - ঈশিতা গিরি, শ্রেণী - ষষ্ঠ, স্কুল - কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন , কিশোরনগর , কন্টাই, পূর্বমেদিনীপুর
ছোট্ট ঈশিতা কিন্তু ভাবনা বড়দের ও হার মানায়। অসাধারণ শিল্প চেতনার প্রকাশ পায় তার হাতের কারুকার্যে। নিত্যদিনের ব্যবহার্য …
নাম - ঈশিতা গিরি, শ্রেণী - ষষ্ঠ, স্কুল - কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন , কিশোরনগর , কন্টাই, পূর্বমেদিনীপুর
ছোট্ট ঈশিতা কিন্তু ভাবনা বড়দের ও হার মানায়।
অসাধারণ শিল্প চেতনার প্রকাশ পায় তার হাতের কারুকার্যে। নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে তার শিল্প মননের পরিচয়ে সৃষ্টি হয় নজির বিহীন শিল্পকলা। কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হাঁস ইতিমধ্যেই সোহার মিডিয়ায় নজর কেড়েছে। এর আগেও বিভিন্ন মনিষীদের ছবি এঁকে তার সহজাত শিল্প চেতনার পরিচয় দিয়েছে।
তার মায়ের কথায়, "ছোট থেকেই ঈশিতা গান , আবৃত্তির প্রতি আগ্রহী ছিল। আঁকার প্রতি তীব্র আগ্রহ অনুভব করে মায়ের এক শিল্পী বন্ধুর বিভিন্ন সৃজনশীল অঙ্কন ফেসবুকে দেখে। তারপর থেকে সেই শুরু..........সবার আশীর্বাদ , স্নেহাশীষ মাথায় নিয়ে আঁকা শুরু........... "