Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

জন্মান্তর                 -------------  16/9/2020 কলমে---সেনগুপ্ত কথামালা।
এক অচেনা, আলোছায়ার রাতেঘিরে ধরে সপ্নের জাদুগর।বিভ্রান্তিকর সপ্নেরা ছড়িয়ে পড়েঘুমন্ত চেতনায়!তারাদের সাথে ফুলের আশ্চর্য কানাকানি।কোকিলের প্রেম কাহিনী!গৃহহারা…

 


জন্মান্তর

                 -------------

  16/9/2020

 কলমে---সেনগুপ্ত কথামালা।


এক অচেনা, আলোছায়ার রাতে

ঘিরে ধরে সপ্নের জাদুগর।

বিভ্রান্তিকর সপ্নেরা ছড়িয়ে পড়ে

ঘুমন্ত চেতনায়!

তারাদের সাথে ফুলের আশ্চর্য কানাকানি।

কোকিলের প্রেম কাহিনী!

গৃহহারা কাকের অবিশ্রান্ত কান্না।


কথা ছিল পুর্ণিমায়,  

আঁধার দেখা দেবে।

গ্রহন রূপে কাজল মাখা সৌন্দর্যে----

গন্ধজলে স্নান, তারার ওড়নার আবরণী

 রজনীগন্ধার ফুলেল গন্ধ! 

           

চাঁদের প্রতিটি কলায় 

নববধূর অহংকার।


দুপায়ে জড়ানো ফুলমালা

 কার যেন!!!!! 

 ছুঁড়ে ফেলা এক টুকরো হাসি।

তবুও--- রাতের শিশিরে ভেজে  মন।

ঝর্নার জলে তোমার ছায়া

আমার অঞ্জলিতে  নাভী কুণ্ডের শিকড় !


জন্মান্তর নয় নিষিদ্ধ

বনভূমিতে পাষান স্পর্শ!

অহল্যার   ঘুম ভাঙবে।