Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ : কবিতা
কলমে : পৌলমী চ্যাটার্জী
শিরোনাম : " অজান্তে "
তাং : ০১.০৯.২০২০
ঘাসে ঢাকা শহরের কলতানে একটুকরো আগামীর নীরবতা,চড়ুই এর ডাক , আর রেডিও তে সেই বাল্যকাল,আমি খুঁজিনা কিন্তু এটা কায়েমী তাল।পানকৌড়ি , কচি পাতায় কুয়া…

 


বিভাগ : কবিতা


কলমে : পৌলমী চ্যাটার্জী


শিরোনাম : " অজান্তে "


তাং : ০১.০৯.২০২০


ঘাসে ঢাকা শহরের কলতানে একটুকরো আগামীর নীরবতা,

চড়ুই এর ডাক , আর রেডিও তে সেই বাল্যকাল,

আমি খুঁজিনা কিন্তু এটা কায়েমী তাল।

পানকৌড়ি , কচি পাতায় কুয়াশার ভ্রমণ,

মন বুঝেছে দুই থেকে একলা হওয়ার সমীকরণ।

শুনে মনে হয় কি করে হয়?

সত্তার প্রতি করুণা হয়।

পুঞ্জীভূত গ্ৰাহ্যে লাল গোলাপ আর এক মুঠো চাল,

সময়ে অনুভবে হচ্ছি বেহাল ।

বুকের মাঝে কম্পন,

আমি আর হৃৎস্পন্দন।

সরল বিশ্বাসে ভেজা প্রাণী জগৎ,

এনেছে আনন্দ অঙ্কুরিত শরৎ।

কোণঠাসা খেলার সাথী আহত দলছুট ,

শূন্যস্থান পূরণ করতে চলছে কিছু লুঠ। 

কপালে ঘাম আর নীরবতা,

সময় টুকুর বর্বরতা,

ভ্রান্ত সহনশীলতা।

সাহসী কিছু হরতালে খিদেরা গ্রেপ্তার ,

বাঁচতে যে চেয়েছে এই ঋণ তার।

ওই বোধ হয় খসলো তারা ,

নকল প্রাচীর আসল কারা ?