কৌতূহলপৃথা ঘোষ দাশগুপ্ত2/9/20
ধূসর মস্তিষ্কের অনাবিল ফসলের নামকৌতূহল।মনের সাথে অমিল কিছুর খোঁজে গা ভাসানো!একটা কাঁটা বিহীন কম্পাস,যখন জাহাজের দিক নির্ণয়ে অসফল,তখন অজানা গহীন কোণে হাতড়ে বেড়াবার নাম কৌতূহল।কখনো ঘন অরণ্য কখনো পাহাড়ে…
কৌতূহল
পৃথা ঘোষ দাশগুপ্ত
2/9/20
ধূসর মস্তিষ্কের অনাবিল ফসলের নাম
কৌতূহল।
মনের সাথে অমিল কিছুর
খোঁজে গা ভাসানো!
একটা কাঁটা বিহীন কম্পাস,
যখন জাহাজের দিক নির্ণয়ে অসফল,
তখন অজানা গহীন কোণে হাতড়ে বেড়াবার নাম
কৌতূহল।
কখনো ঘন অরণ্য কখনো পাহাড়ের চূড়ায়!
নীল সাগরের অতলে
এক অবাক পৃথিবীর খোঁজে!
আবার হাজার লোকের ভিড়ে
নিজেকে আলাদা করে আবিষ্কার করার নাম
কৌতূহল।