Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনী-সম্মাননা

# বিভাগ- কবিতা ( আবৃত্তি যোগ্য)#শিরোনাম -- " কবিতার জন্য লেখা কবিতা "#কলমে -সূর্যকন্যা তপতী (তপতী দাস)# তারিখ -৩০/০৮/২০২০ 3:31 AM"""""""""""""""…

 


# বিভাগ- কবিতা ( আবৃত্তি যোগ্য)

#শিরোনাম -- " কবিতার জন্য লেখা কবিতা "

#কলমে -সূর্যকন্যা তপতী (তপতী দাস)

# তারিখ -৩০/০৮/২০২০ 

3:31 AM

""""""""""""""""""""""""""""""""""""""""""""

কবে কোন প্রথম সূর্যোদয়ের শুভক্ষণে

সোনালী আলোর উষ্ণ চাদরে নিজেকে ঢেকে 

কবিতা উঁকি মেরেছিল আমার মনের কোণে 

সে কথা আজ আর নাই মনে--

তবু আজ মনে হয় আমার জীবন খাতার 

পাতায় পাতায় লেখা আছে শুধুই কবিতা --

মন ভাবে কবিতা কি শুধুই প্রকৃতির--?

নদী,সাগর, আকাশের রামধনু রঙ

দূর গগণের চন্দ্র , সূর্য , গ্রহতারা

মেঘ দেখে ময়ূরের কলাপী মেলা

সাঁঝ বেলার একফালি চাঁদ, 

বুনো ফুলের গন্ধ মাখা বনপথ

কলসি কাঁখে পুকুর পাড়ে সদ্য স্নাতা

সিক্ত বসনা,গাঁয়ের বধূ 

এক ঢাল ভিজে চুলে সবুজ রঙা গামছা বাঁধা

জল ছিটিয়ে সাঁতার কাটা কচি কাঁচা

গামছা দিয়ে মাছ ধরা

ঋতুতে ঋতুতে বদলে যাওয়া 

ফল ,ফুল ,উৎসবের আনন্দে মেতে ওঠা

বাতাসে ভাসছে গরম ভাতের গন্ধ 

 কবিতা মেলাচ্ছে  তার ছন্দ

বিপুলা এ পৃথিবীর যা কিছু আছে 

সবই কি পারব আমি কবিতাতে লিখতে--?

ছলাক্ ছলাক্ চোখের পানি ফেলে 

কবিতাকে ডাকি মনে মনে--!!

শাওন ভাদর ধারাপাতে 

ঝুমঝুমিয়ে বাজিয়ে নুপুর পায়ে

বৃষ্টি এসে চুপিচুপি বললো আমায় ডেকে 

 খুঁজছ কি তুমি কবিতাকে--?

কবিতা তো লুকিয়ে আছে 

তোমার মনের আঙ্গিনাতে--

অসূর্যম্পর্শা হৃদয়ের  সেই কোন 

স্পর্শ করতে পারে একমাত্র শুধুই কবিতা 

অন্য কেউ সে জায়গার নাগাল পায় না--!

মনে ভাবি, কবিতা কি তবে 

মনের কোণে জমিয়ে রাখা 

জীবন খাতার পাতায় পাতায়

কিছু আবেগ মাখা কষ্ট কথা--?

নিঃশব্দের শব্দ মিছিলে আমার কবিতা পা মেলায়

অক্ষর আর ছন্দে ছন্দে অতীতের অন্ধকারে

আমার কবিতা, টু—-কি বলে লুকিয়ে পড়ে—

এই তো সেদিন কবিতা দিবসে

কত কবি লিখছে কবিতা কবিতাকে নিয়ে 

আমার সময় কোথা--?

খুলে বসি কবিতার খাতা--?

ভাতের হাঁড়ি নামিয়ে রাখি উনান থেকে 

মুসুর ডালে ফোড়ন দিয়ে কাল জিরে

পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ,তেজপাতা 

ও মা এখন  কেন যে এল  আমার কবিতা --!!

হলুদ মাখা হাত আঁচলে মুছতে মুছতে 

ভাবি কবিতাটা  লিখেই ফেলি খাতাতে--

বাতির তেল সম ইচ্ছেটা জ্বালিয়ে রাখি 

সময় পেলেই কবিতাটা লিখেই ফেলব আমি

পাতায় পাতায় অক্ষর আর ছন্দের মিলে ভরা 

কবিতা কি কোন এক গোপন বারতা--?

মুহুর্তে বলে ওঠে আমার মন

কবিতা হচ্ছে এক বুক  বিপ্লব 

কার্ল মার্কস কিংবা লেনিন 

বিপ্লব স্পন্দিত বুকে উঠে দাঁড়ায় কবিতা 

মসি অসি হয়ে আঘাত হানে 

সমাজের ঘুন ধরা বুকে 

মুখোশ আঁটা মুখ থেকে 

মুখোশ খুলে দেয় ছোবলে ছোবলে 

সাগরের ঢেউয়ের মতো মিছিলে পা ফেলে 

দীপ্ত পদে এগিয়ে চলে জীবনকে ভালবেসে

মন বলে এখনও কবিতা 

কালিদাসের মেঘদূত আর

রবীন্দ্রনাথের কবিতা ও গান

 কবিতা এখনও জীবনানন্দের বনলতা সেন 

সুকান্তের দেশলাই কাঠি 

আর পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি 

বাংলার অগণিত নাম না জানা কবি 

কিংবা সুনীল, শক্তি, শীর্ষেন্দু আর জয় গোস্বামী 

ভয় হয় এত শত রথী, মহা- রথী কবিদের সাথে 

কবিতার বাসর বসে স্বপ্ন মাখা রাতে

আমার কবিতা প্রেমিক পাগল মন পারবে কি ছুঁতে?

কবিতার আঁচল কিংবা স্বপ্ন মাখা হৃদয়ের কোন--!

কবিতা কি সে কথা ভাবে আমারই মতোন--?

আমি বলি সে যাই হোক না কেন 

কবিতায় আমার জীবন মরণ--।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

সূর্যকন্যা তপতী