Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনি সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা,পর্ব-২৪বিষয়-"শিক্ষক দিবস"শিরোনাম-"আদর্শ শিক্ষক"কলমে- সুরঞ্জন সরকার।তারিখ-০২/০৯/২০২০---------------------------------------------------------শিক্ষক যিনি,শিক্ষা দান করেন শিক্ষার্থীরে,শিক্ষক…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা,পর্ব-২৪

বিষয়-"শিক্ষক দিবস"

শিরোনাম-"আদর্শ শিক্ষক"

কলমে- সুরঞ্জন সরকার।

তারিখ-০২/০৯/২০২০

---------------------------------------------------------

শিক্ষক যিনি,শিক্ষা দান করেন শিক্ষার্থীরে,

শিক্ষক তিনি,থাকেন যিনি শিক্ষার্থীর অন্তরে।

শিক্ষক জাতির মেরুদণ্ড,উন্নত তাঁর মন,

শ্রেষ্ঠ শিক্ষক তিনি,যাঁর শিষ্ট আচরণ।

পেশার প্রতি আন্তরিক আর কর্মে সুনিপুণ,

মানবতায় ভরা হৃদয়,এটাই সেরা গুণ।

প্রেম-প্রীতি আর ভালবাসায় ভরা যাঁর অন্তর,

তিনি শিক্ষক,যাঁর মনে নেই আত্ম-অহংকার।

সবার সাথে মিষ্টি মুখে বলেন যিনি কথা,

যাঁর পরশে অবুঝ হৃদয় পায় যে সজীবতা।

শিক্ষক,জ্ঞানের আলো জ্বালেন সবার মনে,

ধন্য হয় সব শিক্ষার্থী তাঁহার মহান দানে।

শিক্ষকের বৈশিষ্ট্য যদি গঠন মুলক হয়,

সমাজ থেকে উধাও হবে নাশকতার ভয়।

শিক্ষকরাই সোনার মানুষ গড়ার কারিগর,

শিক্ষক দিবসে শিক্ষকদের জানাই নমস্কার।

--------------------------------------------------------

               (সাতক্ষীরা,বাংলাদেশ)