সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২৪#শিক্ষক দিবস(সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য)
#কবিতা#তুমিই ঈশ্বর-অন্ধকারে শিশুটির কাছে#দেবাশিস বসু#০৫/০৯/২০২০
শক্ত করে ধরা মায়ের আঁচল কচি হাতেআতঙ্ক ঐ বিশাল গেটের অন্তরীক্ষেচোখ তুলে দেখিঐ দূর আকাশ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২৪
#শিক্ষক দিবস
(সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য)
#কবিতা
#তুমিই ঈশ্বর-অন্ধকারে শিশুটির কাছে
#দেবাশিস বসু
#০৫/০৯/২০২০
শক্ত করে ধরা মায়ের আঁচল কচি হাতে
আতঙ্ক ঐ বিশাল গেটের অন্তরীক্ষে
চোখ তুলে দেখি
ঐ দূর আকাশের বুকে এক ধ্রুবতারা
অনিশ্চিত রাতে এক তীব্র আলোকচ্ছটা
সেই আলোতেই ছিল আমার পথ চলা
তৈলাক্ত বাঁশের মতো জীবনে
বা খুঁটোয় বাঁধা দড়ির সীমায়িত পরিধিতে
জ্ঞানের ছুরিকা হয়েছিল তীক্ষ্ণধার
সহস্র ভুল শুধরে ছুঁয়েছি
প্রতিটি মাইলস্টোন তোমার উল্লাসে
সবে ডানা মেলতে শেখা পক্ষীশাবকের
বারংবার পতনের তুমিই একমাত্র সাক্ষী
কুসংস্কারের কীট একটা একটা করে বেছে
নবীন কলিকার ফুল ফোটানোর কারিগর
যখন যুক্তির স্বচ্ছ ধারায়
জাতপাত সংস্কার পথ হারায়
বিজ্ঞানের মুক্ত চেতনায়
মেধাবী মন নব নব আবিষ্কারের নেশায়
তুমি ছিলে 'অন্ধকার বিদিশার নিশা'য়
ছিলে রঙ্গমঞ্চে জীবনের সাতটি দশায়
তোমার কণ্ঠস্বরে তুতেনখামেনের মমি
জেগে উঠতো পিরামিডে
ছিলে আর্কিমিডিসের 'ইউরেকা' উল্লাসে
ভুতেদের হাত ধরাধরি বেঞ্জিন বৃত্তে
কিংবা অঙ্কের 'বদমাশ' বন্ধুর ঘনিষ্ঠ বেশে
যখন চলন্ত ট্রেনে ওপরে ছোঁড়া বল
এসে পড়তো ফিজিক্সের মুঠোর ভেতরে
তোমারই উৎসাহে রূপরেখা ভবিষ্যতের
তুমিই তো ভোরের স্বপ্ন দেখিয়েছো
প্রতিটি কবি দার্শনিকের চোখে
তুমিই ঈশ্বর-অন্ধকারে শিশুটির কাছে