সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৩বিভাগ : পদ্য কবিতা।বিষয় : শরতের পরশ
শরৎ-সমাগমে -হরষিত মজুমদার।
তাং : ২৯.০৮.২০২০---------------------------------------------------------অম্বরে ঐ শুভ্র মেঘ …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৩
বিভাগ : পদ্য কবিতা।
বিষয় : শরতের পরশ
শরৎ-সমাগমে
-হরষিত মজুমদার।
তাং : ২৯.০৮.২০২০
---------------------------------------------------------
অম্বরে ঐ শুভ্র মেঘ পেঁজো তুলা ওড়ে,
কোথা থেকে কোথা যায় গন্তব্য সূদুরে।
সাদা সাদা কতো চূড়া আকাশে পাহাড়,
শান্তির আবহে সুখ আশার সঞ্চার।
নদীর দুধার জুরে বালুকার চরে,
সাদা ফুলে ঝিকিমিকি কাশবন নড়ে।
পূজার আমেজে মন প্রকৃতিতে খোলে,
মন ময়ূরী কেমন হৃদয়েতে দোলে।
ক্ষেতভরা কতো ধান সবুজে সবুজ,
চাষি রমণী হৃদয় আনন্দে অবুঝ।
মৃদু-মন্দ বায়ু বহে শস্যক্ষেত নাচে,
ইঁদুর, বাবুই হাসে শস্য খেয়ে বাঁচে।
পরস্পরে খোঁজ নেয় হাসি-ঠাট্টা মাঝে,
গ্রাম্য চায়ের দোকানে আড্ডা বসে সাঁঝে।
দুর্গাপূজা আলোচনা কত কথা সাধে,
মেয়ে-নাতি সমাগমে বুকে আশা বাঁধে।
উমা মনে কতো আশা পিতৃলয়ে যাবে,
সবার আত্মার সাথে নিজেকে মিলাবে।
যুবা মনে আসে প্রেম হর্ষে মশগুল,
অনিয়মিত বৃষ্টিতে উদাস বাউল।
দীঘি জলে খেলে মাছ খুশি নাই শেষ,
কাদা ভরা রাস্তাঘাট, গ্রাম্য পরিবেশ,
নদীচরে ঘোরে শিশু কাশফুল তোলে,
কোথাও বা মাছ ধরে হাঁটু-কাদা জলে।
শরতের সমাগমে মন কেন ফাঁদে,
বানে ভাসে ঘরবাড়ি দীনজন কাঁদে।
জীবাণু আবহে মন কত ভারাক্রান্ত?
শরতের সমাগমে কাটবে কী ভ্রান্ত?
ভাল-মন্দ বিচারেতে মনে ভালোবাসা,
পুজা পার্বনের হর্ষে নবরূপে আশা।
------------------------------------------------------
লাইন সংখ্যা = ৩০
মাত্রা : অক্ষরবৃত্ত, পয়ার ছন্দ=৮+৬
------------------------------------------------------