#সাপ্তাহিক_প্রতিযোগিতা_২৩#বিষয়_শরতের_পরশ#২৫_০৮_২০২০
শারদ প্রাতের পথিক - অমিতাভ মীর
ভরা ভাদরে নেমে যাওয়া অথৈ বানের জলরেখে গেছে তটে রাশিরাশি স্মৃতির পলি,আকাশে শরতের ছেঁড়ামেঘে ঝরছে শ্রাবণধারা;শিশিরের চুম্বনে এখনো ফোটেনি শিউলি!
নদীতীর…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_২৩
#বিষয়_শরতের_পরশ
#২৫_০৮_২০২০
শারদ প্রাতের পথিক
- অমিতাভ মীর
ভরা ভাদরে নেমে যাওয়া অথৈ বানের জল
রেখে গেছে তটে রাশিরাশি স্মৃতির পলি,
আকাশে শরতের ছেঁড়ামেঘে ঝরছে শ্রাবণধারা;
শিশিরের চুম্বনে এখনো ফোটেনি শিউলি!
নদীতীরে কাশবন ডুবে আছে বানের জলে,
পদ্মপাতায় জমে থাকা বৃষ্টির জল টলমল,
বাতাসের ছোঁয়া পেলেই এখনি যাবে গড়িয়ে;
শারদ প্রাতের পথিক, চোখ কেন এতো ছলছল?
আকাশে নীরবে চাঁদ এসে দিয়ে যায় উঁকি-ঝুকি,
দোলনচাঁপার কলি এখনো যে মেলেনি আঁখি।
জোছনা আর শিশিরের সাথে দোলনচাঁপার
সারা রাত ধরে হবে আলাপন, হবে মাখামাখি।
শিশির ভেজাবে বুকের মাটি, গজাবে সবুজ ঘাস,
অস্তরাগের মায়ায় গোলাপের পাঁপড়ি যাবে ঝরে,
মালতি-চামেলী-যুঁথি গাইবে বিদায় সন্ধ্যার গান;
আসবে পথিক প্রাতে শিউলি বিছানো পথ ধরে।
★★★★★★★
© অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।