Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মান

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫বিষয়- মহালয়ার ভোরশিরোনাম- মহালয়ার দিনকলমে--সৌমেন চক্রবর্তী৮/৯/২০২০____________________________শিউলী ফুলের ওপরে শিশিরের প্রলেপ পরবে যখন তখন জানবে মহালয়া আসছে। যখন দেখবে স্বচ্ছ নদীর জলে পেঁজা তুলোর …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫

বিষয়- মহালয়ার ভোর

শিরোনাম- মহালয়ার দিন

কলমে--সৌমেন চক্রবর্তী

৮/৯/২০২০

____________________________

শিউলী ফুলের ওপরে শিশিরের প্রলেপ পরবে যখন তখন জানবে মহালয়া আসছে। 

যখন দেখবে স্বচ্ছ নদীর জলে পেঁজা তুলোর প্রতিচ্ছবি, তখন জানবে মহালয়া আসছে। 

বাড়ির পুরাতন রেডিও টি ঝেড়ে মুছে পরিস্কার করার দিনটি মনে করায় মহালয়া আগতপ্রায়। 

পাড়ার হাবলকাকা যখন তার প্রাচীন রেডিও টা নিয়ে ছুটে এসে বলে - বাবু, কলকাত্তা ক টা ধইরা দ্যান না, হামাকে  মহালয় শুইনতে হবেক বটে, সেই দিন মহালয়া। 

অলস কুড়ে ছেলে ছোকরা গুলো যেদিন মায়ের ডাকে বছরে একবার হলেও ভোরবেলা ওঠার চেষ্টা করে, সেদিন মহালয়া। 

রূপং দেহি, জয়ং দেহি সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে যেদিন, সেদিন মহালয়া। 

শিশিরগন্ধে আগমনী গানে বীরেন্দ্র বানী আধমরা, কুপমন্ডুক বাঙালির প্রাণে মাদল বাজায় যেদিন সেদিন মহালয়া। 

মহালয়া সেইদিন যেদিন পরলোকে ক্ষুধার্ত আপনজনদের সারা বছরের ক্ষুধার নিবৃত্তি হয়। 

বহুদিন পূর্বে পরলোকগত পিতামহ, তস্য পিতামহের স্মরণে পুন্যবাহে তর্পনের দিন মহালয়া। 

পিতৃপক্ষের অবসানে দশভূজা মায়ের  পক্ষের সূচনার মাধ্যমে মহালয়ার ভোরের আবির্ভাব। 

পিতৃতান্ত্রিক সমাজের সাময়িক অবসানের মাধ্যমে মাতৃতান্ত্রিক সমাজের ছদ্ম পাদুর্ভাবের দিন মহালয়া। 

মহালয়া সেইদিন যেদিন বিনুপিসি সেই কোন ভোরে গঙ্গাস্নান সেরে নতুন থান জড়িয়ে তুলসী মন্দিরে অপেক্ষা করে। 

মহালয়ার দিনেই দশপ্রহরনধারিনী মা দূর্গার শুভাগমনের ইঙ্গিতে নতুন ফুলের সুবাসে চারিদিক ফুলেল হয়ে যায়। 

মহালয়া মানে পুলকিত মন ,বিশুদ্ধ চিত্ত, কাশফুলের শোভা,ধূপ ধুনায় সুবাসিত চারিপাশ। 

মহালয়া মানে স্নেহময়ী মায়ের কন্ঠে সেই ঘুমভাঙানিয়া ডাক- খোকা উঠে পর বাবা, এখুনি শুরু হয়ে যাবে। 

সদা ব্যস্ত বাঙালি এই দিনেই তাদের অবচেতন মননের খোলস ত্যাগ করে দেবীর মহা আগমনের অপেক্ষায় আনন্দিত হয়ে উঠতে শুরু করে।। 

______________নমস্কার______________