সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৬----------------------------------------বিভাগঃ কবিতাশিরোনামঃ মৃত্যুসৃজনেঃএস,এম,মোতাহার হোসেনতারিখঃ১৫/৯/২০২০ইং
আজি মৃত্যু দ্বারে দ্বারেকিছু প্রকাশিত,কিছু রয়ে যায় অগোচরেলাখো লাখো প্রাণ রুদ্ধশ্বাসে নির্…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৬
----------------------------------------
বিভাগঃ কবিতা
শিরোনামঃ মৃত্যু
সৃজনেঃএস,এম,মোতাহার হোসেন
তারিখঃ১৫/৯/২০২০ইং
আজি মৃত্যু দ্বারে দ্বারে
কিছু প্রকাশিত,কিছু রয়ে যায় অগোচরে
লাখো লাখো প্রাণ রুদ্ধশ্বাসে নির্বিকার।
বাঁচা-মরা,আশা-নিরাশার
দোলনায় দোলে দোলে
জীবনের মায়ায় তবুও,প্রাণ-পণ যায় লড়ে।
অসহায় পৃথিবী ক্রন্দন দুর্বল চিত্তে
ভয়ার্ত দৃষ্টিতে অবলোকন মৃত্যুপুরী,
চলন্ত দৃষ্টিহীন নিয়তির নিষ্ঠুর খেলা
প্রলয় নৃত্যে মেতেছে সারা বেলা।
ক্লান্তিতে আচ্ছন্ন ভাগ্যাকাশে ভাসে,
বিভীষীকাময় রক্তাক্ত অভিশাপের ভেলা।
আজি ধরিত্রী শোকাতর,ব্যথায় ম্রিয়মান
জরাগ্রস্ত তার লাখো লাখো সন্তান,
অবহেলার পদতলে বিধ্বস্ত,আরো কত প্রাণ।
রক্ত নেশায় পাগলপ্রায় নির্দয় মৃত্যু
দেশ-দেশান্তরে রক্তাক্ত স্রোতস্বিনী প্রবাহমান,
অব্যাহত ধারায় চলন্ত,বিষাক্ত রক্ত স্নান।
চিহ্নিত শত্রুর অবিরাম পদাঘাত
ভেঙেছে বিশ্ব মানবের ধৈর্য বাঁধ,
ক্ষীণ আশায়,জীবনের অপার মায়ায়
গড়ে যাচ্ছে চোরাবালির অপ্রতিরোধ্য বাঁধ।
ক্ষুধার্তকাতর ভয়ার্ত মরণ উপসর্গ,
ক্ষণস্হায়ী মানব রক্ষা বাঁধ ভাঙছে যে বারবার।
পাথর চাপায় স্তদ্ধ জীবন
জীবনের রঙিণ স্বপ্ন,বর্ণিল আশা
মৃত্যুতাড়িত প্রাণে বেঁচে থাকার প্রত্যাশা,
অদৃশ্য শত্রুর পদচারনা নির্বিঘ্নে চলছে
শঙ্কিত কবিপ্রাণ,কাব্য উপাখ্যান
নিয়ত গুপ্ত ঘাতক মৃত্যু তৎপর,মিটাতে পিপাসা।
(রচনাকালঃ18/6/2020)।