সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২৬বিষয়--মৃত্যু কবিতা--মৃত্যুই সুখেরঅজয় চক্রবর্তী১৬ ০৯ ২০২০
মৃত্যু তুমি কতো সুখী জীবন থেকে দামী,থাকতে জীবন কখনোই তা বুঝিনিতো আমি।আজকে যখন ছেড়ে গেছ তখন সবাই এলো,ছিলে যখন দেখার ভয়ে সবাই তো পালালো।
শীত…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব--২৬
বিষয়--মৃত্যু
কবিতা--মৃত্যুই সুখের
অজয় চক্রবর্তী
১৬ ০৯ ২০২০
মৃত্যু তুমি কতো সুখী জীবন থেকে দামী,
থাকতে জীবন কখনোই তা বুঝিনিতো আমি।
আজকে যখন ছেড়ে গেছ তখন সবাই এলো,
ছিলে যখন দেখার ভয়ে সবাই তো পালালো।
শীতে যখন কষ্টে ছিলাম কোথায় ছিল আদর,
আজকে আমার গায় চড়েছে দামী নতুন চাদর।
সন্ধেবেলায় অন্ধকারে জ্বলেনি তো আলো,
এখন গলায় ফুলের মালা গন্ধ কতো ভালো।
ধূপের ধোঁয়ার সুগন্ধতে উঠোন ভরে গেছে,
অনাহারে, অর্ধাহারে দিন কতো কেটেছে।
নতুন বস্ত্র পাইনি সেতো কতো বছর ধরে,
অনেক দামী কাপড় রাখা আমার শবের পরে।
ভীড় করেছে কতো মানুষ আজকে আমার বাড়ি,
কেউ কেউ বা এসে গেছে চালিয়ে নিজের গাড়ি।
দাহ কাজে সঙ্গে যাবে কতো না লোকজন,
কোন অপরাধ ছিল আমার পাইনি কারো মন?
এদিক ওদিক চাপা গলায় ফিসফিসানি শুরু,
বিছনা তলায় টাকা আছে তাইতো লাগে পুরু।
জায়গা জমি আছে কোথাও বাড়িটা বেশ বড়,
অনেক টাকা দাম বাড়িটার হিসেব শুরু করো।
মৃত্যু তোমার ভাগ্য কতো, কতো অহংকার,
ভাবছো জীবন কিসের জন্য এইতো চমৎকার।
সব থাকতেও কেউ ছিলনা দুঃখে জীবন গেল,
মৃত্যু তোমার করুণাতেই সবাই ফিরে এলো।