Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মান

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব : 26-------------------------------------------
মৃত্যু : অনুরাধে তোমার শেষ যাত্রায়------------------------------------------------অভিজিৎ বড়ুয়া অভি------------------------------
অনুরাধে তুমি আমার প্রেয়সী…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব : 26

-------------------------------------------


মৃত্যু : অনুরাধে তোমার শেষ যাত্রায়

------------------------------------------------

অভিজিৎ বড়ুয়া অভি

------------------------------


অনুরাধে তুমি আমার প্রেয়সী

শিশুকালের খেলার সাথী

কৈশোর যৌবনের প্রণয়প্রার্থী 

অনেক প্রেয়সীর ভিড়ে তুমিই ছিলে

আমার একমাত্র ভালোবাসা ভাললাগা।


আজ তুমি শুয়ে কফিনে বাক্সবন্দি হয়ে

সকাল হতে শত আয়োজন তোমার শেষ বিদায়

ভাই পুত্র আত্মীয় স্বজন ব্যস্ত সকলে

সাজাতে চিতা তোমার শেষ যাত্রার

আমি দাঁড়িয়ে তোমার কাছে

তুমি কফিনে শায়িত মৃত্তিকাশয্যায় 

আমার পায়ের কাছে।


এখন অগ্রায়হন ধানকাটা শেষ

খোলা মাঠ প্রান্তর তোমার আমার খেলার স্থান

সেই মাঠ প্রান্তরে মৃত্তিকাশয্যায় শায়িত তুমি

যেখানে কেটেছে তোমার আমার শৈশব কৈশোর যৌবন

প্রকৃতির শ্যামলিমার বিপুল আয়োজন

শঙ্খ নদীর ছলৎ ছলাৎ বহতার সুর

যে স্বচ্ছ কম্পিত জলে পা দুইখানি ডুবিয়ে

থাকতে তুমি আমার প্রতিক্ষায় পাপিয়া শ্ৰান্ত গীতিতে ।


শঙ্খ নদী তেমনই বহমান ছলৎ ছলাৎ সুরে 

বৃক্ষরাশি দোলদোল দোলায় মত্ত

কোকিল যুবা মত্ত কুহুতানে উড়ন্ত মৈনাকগির 

প্রবাহিত অলোক অশরণ মিষ্টি মধুর সমীরণ

ঋতু উৎসবের মুক্ত বিহঙ্গ কান্তা

শুধু তুমি আজ অনুরাধে তোমার শেষ যাত্রায়

সেই শঙ্খ নদীর ধারে শত আয়োজন, শেষ বিদায় বেলায়

ভাই পুত্র আত্মীয় স্বজন ব্যস্ত সকলে

সাজাতে চিতা তোমার শেষ যাত্রার। 


হঠাৎ দমকা হাওয়ায় সাদা কাপড় গেল সরে

সেই তোমার রক্তপদ্মসন্নিভ গাত্রবর্ণ পক্ষ্মাচ্ছাদিত আঁখি বন্ধ

সেই আঁখি যেখানে চুম্বন করতাম প্রেমাবেগে

সেই ঈষৎ কুঞ্চিত কেশ সমবক্র যা আমার প্রিয়

সেই চিবুক আমি আদর করতাম কোমল স্পর্শে

সেই প্রস্ফুটিত কমলপত্রের চরণ আমার প্রিয়

সেই সুবক্র ঠোঁট আমি শতবার করেছি উম্মোক্ত চুম্বন 

শিহরিত শিহরণে আবেগে আবেশে মিলনাবেগে

আজ সবই অসাড় ।


সেইদিন অন্নপূর্ণার চূড়ায় আমি তুমি ছিলাম বসে

হঠাৎ শিমশীতল সমিরণে তুমি আমার বুকের কাছে

আমি তোমায় নিলাম চাদরে জড়িয়ে উষ্ণতায়

তুমি আমার বুকের উষ্ণতায় বললে 

হিমশীতলতা তোমার খুবই  প্রিয়

আজ সেই হিমে তোমার শরীরে কাফনকাপড়

আজ তোমার কোন অনুভূতি নেই 

আজ তোমার শিমশীতলে ভাললাগা নেই

আজ তোমার চাদরে উষ্ণতার প্রয়োজন নেই

আজ তোমার, আমার স্পর্শউষ্ণতার প্রয়োজন নেই।


আমার হৃৎপিণ্ড খামচে তোমাকে নেয়া হলো

সায়িত করা হলো চিতার কাষ্ঠকঠিন শয্যায়

একদিন নেপালকন্যার হোটেলের নরম বিছানা শয্যায়

তুমি বলেছিলে তুলতুলে শয্যা তোমার প্রিয়

আজ তোমার তুলতুলে শয্যার প্রয়োজন নেই

আজ তোমার সাদা চাদরের প্রয়োজন নেই

আজ তোমার পরিচ্ছন্ন শয্যার প্রয়োজন নেই

আজ তুমি শুয়ে কাষ্ঠকঠিন চিতায়

শান্তিতে নিঃশ্চিন্তে আয়েশে আবেশে।


ওরা আমার হাতে জ্বলন্ত আগুনকাষ্ঠ দিলো

আমি সাত পাক ঘুরে দাঁড়ালাম তোমার শিয়রে

ওরা বললো পেছন ফিরে আগুন দিতে

আমি শুনলাম না মানলাম না

আমি তোমার চোখে চোখ রেখে

আগুন দিলাম তোমার মস্তকে মুখে


চিতার লেলিহান শিখায় 

জ্বল জ্বল জ্বলন্ত আক্রোশ

জ্বলছে তোমার দেহ 

জ্বলছে তোমার রক্তপদ্মসন্নিভ গাত্রবর্ণ

জ্বলছে তোমার প্রস্ফুটিত কমল পত্র চরণ

জ্বলছে তোমার ঈষৎ কুঞ্চিত সমবক্র কেশ  

জ্বলছে তোমার সলজ্জ হাসির সুবক্র ঠোঁট 

জ্বলছে তোমার পক্ষ্মাচ্ছাদিত আঁখি 

জ্বলছে তোমার  মৃত্তিকাশিল্পির অশেষ যত্নে গড়া অবয়ব। 


মিছে প্রেম, মিছে রূপ যৌবন 

মিছে সংসার প্রণয় প্রেমেমত্ততা

মিছে অর্থ ধন সম্পদ

দীপ্ত অনল হতে উৎক্ষিপ্ত মৃত্যু

আগুনে পুড়ে তোমার শরীরমাংস যাচ্ছে পুড়ে

মৃৎভাণ্ড ভেঙ্গে যাচ্ছে 

ফিরে যাচ্ছে যা বায়ুর তা বায়ুতে

যা জলের তা জলেতে 

যা অগ্নি তা অগ্নিতে।।

------------------------------


27.08.2020

পাঁচলাইশ আবাসিক এলাকা

কাতালগঞ্জ, চট্টগ্রাম 

বাংলাদেশ 

---------------