Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মান

অপু দুর্গা সাহিত্য ‌পত্রিকাসাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৬বিষয়-মৃত্যুকবিতা বিভাগ
দিনশেষের গান পত্রলেখা ঘোষ তারিখ ১৬/৯/২০২০শুধতে হবে এবার যার কাছে যা আছে ঋণ,জানি না কখন উঠবে বেজে শেষ রাগিণীর বীণ।হঠাৎ আসা দমকা হাওয়ায় নিভবে দিনশেষের …

 


অপু দুর্গা সাহিত্য ‌পত্রিকা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৬

বিষয়-মৃত্যু

কবিতা বিভাগ


দিনশেষের গান

 পত্রলেখা ঘোষ 

তারিখ ১৬/৯/২০২০

শুধতে হবে এবার যার কাছে যা আছে ঋণ,

জানি না কখন উঠবে বেজে শেষ রাগিণীর বীণ।

হঠাৎ আসা দমকা হাওয়ায় নিভবে দিনশেষের বাতি,

সব আলো যে মিলাবে তখন নামবে গভীর রাতি।

জীবনদোলায় দুলে দুলে কাটলো সকল বেলা-

বাঁধন ছেঁড়ার সময় এলেই বন্ধ হবে যে খেলা।

ভবের মায়ায় মুগ্ধ হয়ে মজলাম মধুর সুরে,

ডাক পড়লেই ছুটতে হবে সেই যে অচিনপুরে।

চারপাশ ঘিরে যতই পড়ুক মিছে কান্নার সারি-

ভবের সুখ দুঃখ চরণে দলে দিতেই হবে পারি।


আমার তো নানা কাজ আজো রয়ে গেল বাকি,

যমদূত নিতে এলে তখন পারব কি দিতে ফাঁকি।

হে ঈশ্বর ক্ষমা করে দাও যা কিছু করেছি অপরাধ-

শুদ্ধচিত্ত কোরো গো আমায়,মিটিও মনের সকল সাধ।

নেওয়ার আগে পাপীরে প্রভু দিও গো তোমার দরশন,

আমার ওপর পড়ুক ঝরে তোমার কৃপার বরষণ।।