পূর্ব মেদিনীপুরে বিজেপির কৃষি বিলের পক্ষে বিশাল পদযাত্রা। পদযাত্রায় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি।
লোকসভায় কেন্দ্রের কৃষক বিল পাস করার ফলে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলে প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈত…
পূর্ব মেদিনীপুরে বিজেপির কৃষি বিলের পক্ষে বিশাল পদযাত্রা। পদযাত্রায় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি।
লোকসভায় কেন্দ্রের কৃষক বিল পাস করার ফলে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলে প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কেন্দ্র সরকারের মতে জানা যায় এই বিলের ফলে উপকৃত হবে দেশের সমস্ত কৃষক,তারা নিজেরাই নির্ধারিত করতে পারবে ফসলের দাম, এছাড়াও এ রাজ্যের পাশাপাশি পাশাপাশি রাজ্য নিজেদের জমির ফসল অন্যত্রে নিয়ে গিয়ে বেচাকেনা করতে পারে রাজ্যের সমস্ত কৃষক,এছাড়াও এই বিলের মাধ্যমে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবে কৃষকরা। তবে এ নিয়ে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুরে হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর নেতৃত্বে পথে নেমেছে বিজেপি। এছাড়াও যেসব রাজনৈতিক দল এই বিলের বিরুদ্ধে অপপ্রচার করছে, আজ পূর্ব মেদিনীপুরে বাহিরির জগন্নাথ মন্দির থেকে মারিশদা পর্যন্ত কৃষিবিল সমর্থন মিছিল। সেই সব দলের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে সাধারণ মানুষ থেকে কৃষক প্রত্যেকেই কৃষিবিলের পক্ষে।
তবে গত কয়েকদিন ধরে কৃষিবিলের বিরুদ্ধে রীতিমত বিক্ষোভ মিছিল ও সভা করে চলেছে শাসকদল সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দল। সে ক্ষেত্রে বিজেপি উঠে পড়ে ময়দানে নামছে। তাই মঙ্গলবার বাহিরি জগন্নাথ মন্দির থেকে মারিশদা পর্যন্ত কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রা করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী সহ পূর্ব মেদিনীপিরের একাধিক বিজেপি নেতৃত্ব।