বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরার ৭৮তম আত্মবলিদান দিবস পালন করলো তাম্রলিপ্ত পৌরসভা। ১৯৪২সালে ২৯শে সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজদের গুলিতে প্রাণ হারান ৭২বছরের বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরা। অজয় মুখার্জির নেতৃত্বে তমলুক থানা দখল…
বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরার ৭৮তম আত্মবলিদান দিবস পালন করলো তাম্রলিপ্ত পৌরসভা।
১৯৪২সালে ২৯শে সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজদের গুলিতে প্রাণ হারান ৭২বছরের বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরা। অজয় মুখার্জির নেতৃত্বে তমলুক থানা দখল করার মিছিলে বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরা প্রথম সারিতে ছিলেন।ঐদিন মাতঙ্গিনী হাজরা সহ ১২ জন ব্রিটিশের গুলিতে শহীদ হন। যার ফলস্বরুপ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়। যা ১৯৪৪সালের ১লা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২১ মাস স্থায়ী হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার।
বীর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসে তমলুকের বান পুকুর পাড়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মাময় নন্দ। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে বর্তমান সমাজে যুবকদের এগিয়ে আসতে আহ্বান জানান প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ।